‎বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে।

শনিবার (‎৩ মে) দুপুর ১২টায় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিভাগের ‎সহকারী অধ্যাপক মাহামুদুল হক বলেন, “সাংবাদিকরা মুক্তভাবে কথা বলবে, লিখবে, প্রকাশ করবে—এটাই হচ্ছে গণমাধ্যমের মূলনীতি। সারা বিশ্বে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে আছে। এটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। আমরা আশা করব, গণমাধ্যমকে মুক্ত রেখে আস্তে আস্তে স্বাধীন করে হস্তক্ষেপ বন্ধ করা হবে। সেখান থেকে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মুক্ত রেখে গণমাধ্যমের আরো অগ্রগতি হবে।”

‎বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, “বিশ্বে এখনো গণমাধ্যমকর্মীরা স্বাধীনতা পায় না। শুধু বাংলাদেশে নয়, এটি অনেক দেশেরই বাস্তবতা। সাংবাদিকদের জন্য বাংলাদেশে যে গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে, এটি যদি শুধু রিপোর্টেই না থেকে বাস্তবায়নও হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যমে রোল মডেল তৈরি হবে।”

বিভাগের অধ্যাপক ড.

নজরুল ইসলাম বলেন, “সাংবাদিকতায় চাকরির নিশ্চয়তা দিতে পারলে এটি একটি পেশা হিসেবে গড়ে উঠবে। সাংবাদিকতায় অনন্য যে সুযোগ-সুবিধা, তা যদি নিশ্চিত করা যায়, তাহলে এই সাংবাদিকতা পেশা বাংলাদেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ কত

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে: তারেক রহমান

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাঁদের দোসররা এ দেশে পুনর্বাসিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছেন তারেক রহমান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়্যালি অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংবিধান লঙ্ঘন করে তিনবার অবৈধ সরকার গঠন করেছিল। এই লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিয়েছে, গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়।’

ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। অথচ গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ। নির্বাচন অনুষ্ঠান নিয়ে এসব অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)  পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে কেক কাটা হয়

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলা নববর্ষ উপলক্ষে এবার যে ৭ তরুণ প্রতিভাবানকে হাজির করেছে ‘ছুটির দিনে’
  • তিন দিনের ছুটিতে কক্সবাজারে কত পর্যটক গেলেন
  • ‘বিএনপিকে মাইনাস করতে গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন’
  • ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বাংলা নববর্ষ’ উদযাপন
  • এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
  • স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে: তারেক রহমান
  • শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি
  • ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির
  • এখনো শ্রমিকদের লড়াই করতে হচ্ছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি