কম ওজনের কারণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এদিন গরু নিতে আসা অর্ধশতাধিক মৎস্যজীবীকে তাই ফিরতে হয়েছে খালি হাতে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ১২০টি বকনা বাছুর বিতরণের কথা ছিল। দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। স্মার্ট ডিজিটাল টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান ১২০টি বকনা বাছুর সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, তাদের প্রতিষ্ঠান এ উপজেলার ১২০ জন মৎস্যজীবীর মাঝে বিতরণের জন্য ১২০টি বকনা বাছুর এনেছিল। ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির নিচে হওয়ায় সেগুলো বিতরণ করা হয়নি। কয়েক দিনের মধ্যে ৮০ কেজির বেশি ওজনের বাছুর এনে বিতরণ করবেন। 
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ বলেন, ৬৫টি বকনা বাছুর ওজনে কম হওয়ায় সেগুলোকে বিতরণ না করে ফেরত দেওয়া হয়েছে। স্মার্ট ডিজিটাল টেকনোলজি নতুন করে ৬৫টি বকনা বাছুর সরবরাহ করবে। এগুলো আসার পর বাকি মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গর ব তরণ র মৎস য

এছাড়াও পড়ুন:

শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার অগ্নিকাণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার আগুন লেগেছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় গ্রিডের ‘টি আর-টু’ ব্রেকারে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন। 

চয়ন কান্তি সেন জানান, দুদিন আগের আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ সোমবার (৪ আগস্ট) সকালে পুরোপুরি মেরামত করা হয়েছিল। দুপুরে আবার আগুন লাগে। এতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।

৩১ জুলাই সন্ধ্যায় সুইচিং উপকেন্দ্রে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে দুটি সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমারে। রাত সাড়ে ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মেরামতে সময় লাগে প্রায় দুই দিন। এতে জেলার পাঁচ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়, যেখানে প্রতিদিন প্রয়োজন ১২০ মেগাওয়াট। শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে। ঘটনার তদন্তে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।

নতুন অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পরে জানানো হবে।
 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘কোল্ড অ্যান্ড হট’ পরীক্ষা সম্পন্ন
  • ইউনিয়ন পর্যায়ে অ্যান্টিভেনম চাই
  • পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা, ডিমের দাম আগের মতো বাড়তি
  • জ্বালানি তেলের দাম আরও হ্রাসের পূর্বাভাস দিল গোল্ডম্যান স্যাকস
  • জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত হামাস, আছে যেসব শর্ত
  • শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার অগ্নিকাণ্ড