শেখ হাসিনাকে লেখা হলো ‘প্রধানমন্ত্রী’, আ.লীগ নেতার পত্রিকা অফিসে
Published: 9th, May 2025 GMT
খুলনার আঞ্চলিক ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকার অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় ঘটনাটি ঘটে।
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে অফিসটিতে হামলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির ১২তম বর্ষের ৩৫তম সংখ্যার প্রথম পাতার ৭ ও ৮ নং কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।
আরো পড়ুন:
ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক
দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “বিক্ষুব্ধ জনতা পত্রিকা অফিসের কিছু মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।”
স্থানীয়রা জানান, শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে দৈনিক দেশ সংযোগ পত্রিকা। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পত্রিকা অফিসটি ভাঙচুর করেন এবং বিভিন্ন ধরনের মালামালে আগুন ধরিয়ে দেন। এর আগেও জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে পত্রিকাটিতে একাধিক সংবাদ ও ছবি প্রকাশ করা হয়। যে কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
দেশ সংযোগ পত্রিকার প্রিন্টার্স লাইনে দেখা যায়, পত্রিকাটির সম্পাদক হিসেবে খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের নাম রয়েছে। নির্বাহী সম্পাদক হিসেবে রয়েছেন আবু নুরাইন খন্দকার। পত্রিকায় প্রকাশকের কোনো নাম উল্লেখ নেই। নগরীর ৪০, সিমেট্রি রোডস্থ (বেনিবাবু রোড) জাহান মঞ্জিলের দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স নামে প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত এবং নগরীর ১৬৩ নং পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ ‘দুর্জয়’ নামক ভবন থেকে প্রকাশিত।
পুলিশ জানায়, পত্রিকাটির সম্পাদক মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি কারাগার থেকে জামিনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর ডিবির ইনচার্জ তৈমুর আলম।
এদিকে, হামলার ঘটনার পর পত্রিকার সম্পাদক মাহাবুব আলম সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ’ শিরোনামে একটি পোস্ট দেন।
পোস্টে বিষয়টি স্বীকার করে তিনি উল্লেখ করেন, “বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ৭ ও ৮ এর কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করেছে সম্পাদকসহ পত্রিকা কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুলক্রমে এডিট না করে হুবহু ছাপিয়ে দেওয়া হয়। যেখানে শেখ হাসিনার নামের সঙ্গে প্রধানমন্ত্রী এবং কয়েকজন নেতার নামের সঙ্গে এমপি লেখা রয়েছে। যা ছাপা অনুচিত এবং নিয়ম পরিপন্থি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পত্রিকার বার্তা বিভাগ অনুতপ্ত হয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।”
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ব আলম স হ গ উল ল খ
এছাড়াও পড়ুন:
হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ
আইপিএলের ৫৮তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০৮ মে) রাতে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। ম্যাচটিতে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে নামে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তোলার পর হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। আর সেই বিদ্যুৎ বিভ্রাট আর ঠিক হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ম্যাচটি আর আগানো যায়নি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় ধর্মশালায় কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে এই ভেন্যুতে আগামী রোববারের পরবর্তী ম্যাচ (পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স) সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। কিন্তু আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল যথানিয়মে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেটি আর সম্ভব হয়নি।
এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় করাচিতে। আজ রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির ম্যাচ। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। পিএসএলের পরবর্তী আটটি ম্যাচ করাচি কিংবা, দুবাই কিংবা দোহায় অনুষ্ঠিত হতে পারে।
আরো পড়ুন:
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
ঢাকা/আমিনুল