খুলনার আঞ্চলিক ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকার অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় ঘটনাটি ঘটে।

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে অফিসটিতে হামলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে । 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির ১২তম বর্ষের ৩৫তম সংখ্যার প্রথম পাতার ৭ ও ৮ নং কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।

আরো পড়ুন:

ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার

ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক

দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “বিক্ষুব্ধ জনতা পত্রিকা অফিসের কিছু মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।”  

স্থানীয়রা জানান, শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে দৈনিক দেশ সংযোগ পত্রিকা। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পত্রিকা অফিসটি ভাঙচুর করেন এবং বিভিন্ন ধরনের মালামালে আগুন ধরিয়ে দেন। এর আগেও জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে পত্রিকাটিতে একাধিক সংবাদ ও ছবি প্রকাশ করা হয়। যে কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। 

দেশ সংযোগ পত্রিকার প্রিন্টার্স লাইনে দেখা যায়, পত্রিকাটির সম্পাদক হিসেবে খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের নাম রয়েছে। নির্বাহী সম্পাদক হিসেবে রয়েছেন আবু নুরাইন খন্দকার। পত্রিকায় প্রকাশকের কোনো নাম উল্লেখ নেই। নগরীর ৪০, সিমেট্রি রোডস্থ (বেনিবাবু রোড) জাহান মঞ্জিলের দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স নামে প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত এবং নগরীর ১৬৩ নং পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ ‘দুর্জয়’ নামক ভবন থেকে প্রকাশিত।  

পুলিশ জানায়, পত্রিকাটির সম্পাদক মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি কারাগার থেকে জামিনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর ডিবির ইনচার্জ তৈমুর আলম। 

এদিকে, হামলার ঘটনার পর পত্রিকার সম্পাদক মাহাবুব আলম সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ’ শিরোনামে একটি পোস্ট দেন। 

পোস্টে বিষয়টি স্বীকার করে তিনি উল্লেখ করেন, “বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ৭ ও ৮ এর কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করেছে সম্পাদকসহ পত্রিকা কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুলক্রমে এডিট না করে হুবহু ছাপিয়ে দেওয়া হয়। যেখানে শেখ হাসিনার নামের সঙ্গে প্রধানমন্ত্রী এবং কয়েকজন নেতার নামের সঙ্গে এমপি লেখা রয়েছে। যা ছাপা অনুচিত এবং নিয়ম পরিপন্থি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পত্রিকার বার্তা বিভাগ অনুতপ্ত হয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ব আলম স হ গ উল ল খ

এছাড়াও পড়ুন:

হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নিজের মক্কেলের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। 

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা 

জামিনের পর মামলা নিয়ে মেহজাবীনের বিবৃতি

আইনজীবী আমির বলেন, “আমি তো সবসময় আশা করি আমার মক্কেল [শেখ হাসিনা] খালাস পাবে। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার চাইতে বেশি খুশি আর কে হবে।”

শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '“আমি চেষ্টা করি নাই। চেষ্টা করার কোনো বিধানও নাই। ওনারাও আমার সঙ্গে কোনো চেষ্টা করে নাই এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।” 

তবে মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমার দেখামতে [বিচারে] তেমন কিছু দেখছি না। ভালোভাবে বিচার হয়েছে বলেই আমি মনে করি।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এবারের নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
  • হৃদয় থেকে বলছি, শেখ হাসিনা খালাস পেলে খুশি হব: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
  • রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা 
  • ঢাকায় বড় পর্দায় দেখা যাবে শেখ হাসিনার মামলার রায়
  • জাবি শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার খাতা অবমূল্যায়ন ও ট্যাগিংয়ের অভিযোগ
  • সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
  • শেখ হাসিনার মামলার রায়: ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি ফখরুলের
  • একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের দুরবস্থার সময় দায়িত্বে ছিলেন যারা
  • বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম
  • রোনালদো কি সত্যিই বিশ্বকাপে ১-২ ম্যাচ মিস করবেন