Samakal:
2025-08-11@23:30:05 GMT

তরুণকে কুপিয়ে হত্যা

Published: 11th, May 2025 GMT

তরুণকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন খালাসী নামের এক তরুণকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইয়াসিনের সহযোগী রায়হান শেখ নামের অপর এক তরুণকে কুপিয়ে জখম করা হয়। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন (২১) থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসীর ছেলে। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। আহত রায়হান শেখ একই গ্রামের বাখু শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াসিনকে তাঁর বাড়ি থেকে ডেকে নেয় রায়হান। তারা দু’জন থানমাত্তা গ্রামের সেতুর কাছে পৌঁছালে সেখানে ওতপেতে থাকা মুখোশধারী পাঁচ-ছয়জন অজ্ঞাত যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ইয়াসিনকে রক্ষায় রায়হান এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত পৌনে ১টার দিকে পথিমধ্যে ইয়াসিনের মৃত্যু ঘটে। অপর আহত রায়হানের অবস্থাও আশঙ্কাজনক।

ইয়াছিনের বাবা জাহাঙ্গীর খালাসী অভিযোগ করেন, থানমাত্তা গ্রামের বটতলা নামক স্থানের একটি পুরাতন বটগাছের ডাল কাটা নিয়ে তাঁর প্রতিপক্ষ বাদশা শরীফ ও ফখুর শেখের ছেলেদের সঙ্গে মারামারি হয়। বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসাও হয়। কিন্তু প্রতিপক্ষের বাদশার ছেলে আতিয়ার শরীফ, ইসমাঈল ব্যাপারী, শাকিলসহ তাদের সহযোগী একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের বাদশা শরীফ, আলমগীর শরীফ ও স্বপন শরীফের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে। শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও  আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জামনগরে মুকেশ আম্বানির ছেলের বিয়েই কি সর্বনাশ করল ভারতের
  • গণঅভ্যুত্থানে শহীদ-আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
  • গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ
  • সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১
  • ‘গণহত্যার বিচার না হলে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে’
  • শাবিপ্রবিতে ‘অধিকার সচেতন’ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
  • গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া