‘ওয়্যার ৩৬৫’ নামক পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জে.পি. মরগান পেমেন্টসের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই পেমেন্ট সেবার আওতায় ছুটির দিনসহ বছরে ৩৬৫ দিন রিয়েল-টাইম ক্রসবর্ডার বা আন্তঃদেশীয় সেটেলমেন্ট সেবা উপভোগ করা যাবে।

এই চুক্তির ফলে পেমেন্ট সুবিধায় যুক্ত হলো এক নতুন মাত্রা, যা এই অঞ্চলের আন্তঃদেশীয় আর্থিক লেনদেনকে করবে আরো ঝামেলাহীন ও নির্ভুল।

জে.

পি. মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ সুবিধাটি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে সহায়তা করে। এর ফলে, আর্থিক প্রতিষ্ঠানগুলো জরুরি ক্রসবর্ডার লেনদেনগুলো দ্রুত ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবে। এই সেবা পাওয়া যাবে সাপ্তাহিক ছুটির দিনেও।

বাংলাদেশসহ পৃথিবীর অল্প কিছু দেশে শুক্রবার ও শনিবারে সাপ্তাহিক ছুটি থাকে, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই এই সাপ্তাহিক ছুটি পালন করা হয় শনিবার ও রবিবারে। এর ফলে ক্রসবর্ডার সেটেলমেন্টের জন্য সপ্তাহে মাত্র চার দিন সময় পাওয়া যায়। ‘ওয়্যার ৩৬৫’ সুবিধার ফলে গ্রাহকরা এখন বছরের ৩৬৫ দিনই তাঁদের মার্কিন ডলার অ্যাকাউন্টের মাধ্যমে জে.পি. মরগানের ক্লায়েন্টদের কাছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এর ফলে প্রতিদিনের সেটেলমেন্টে গতি ও স্বচ্ছতা নিশ্চিত হবে। 

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে ‘ওয়্যার ৩৬৫’ ব্যবসা, সরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জরুরি ক্রসবর্ডার সেটেলমেন্টে দ্রুততা ও নিরাপত্তা নিয়ে এসেছে। এছাড়া, এই সুবিধাটির মাধ্যমে সেসব গ্রাহকরাও উপকৃত হবেন, যারা এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত ক্রসবর্ডার লেনদেন করে থাকেন।

ঢাকা/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানা নানান বাঁক

রুনা লায়লার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ