ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল আগামী ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজের এক্স হ্যান্ডলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিন-তারিখ জানিয়েছেন।

আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’৪ ঘণ্টা আগে

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) গত ৯ মে স্থগিত করে পিসিবি। সেদিন এ ঘোষণা আসার আগেই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলে বাকি ম্যাচগুলো সংযুক্ত-আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও তারপর ৮ ম্যাচ হাতে রেখেই এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করা হয়। একই দিন ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত ঘোষণা করে বিসিসিআই। ভারতের এ ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল জানিয়েছে, ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। এরপর আজ পিসিবি চেয়ারম্যান আইপিএল পুনরায় শুরুর দিনে পিএসএলও পুনরায় শুরু হবে বলে জানালেন।

পিএসএল স্থগিত হওয়ার পর কিছুদিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, এই টুর্নামেন্ট পুনরায় শুরু করতে একটি প্রস্তাবিত পরিকল্পনা চূড়ান্ত করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় আজ দিন-তারিখ জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন, যেটা শুরু হবে ১৭ মে থেকে। ২৫ মে গ্র্যান্ড ফাইনাল। সবগুলো দলের জন্য শুভকামনা।’

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এ বিষয়ে দ্রুতই আরও বিস্তারিত জানাবে। নাকভির পোস্ট অফিশিয়ালি বিষয়টি নিশ্চিত না করলেও ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানেই বাকি ৮টি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল১৩ ঘণ্টা আগে

টুর্নামেন্টটি পুনরায় শুরুর দিন-তারিখ ঠিক করতে গতকাল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল পিএসএল কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সবাইকে পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের বেশ বড় একটি অংশের এবারের পিএসএলে ফেরার সম্ভাবনা নেই। যাঁরা ফিরবেন, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোয় বিদেশি খেলোয়াড়দের ভারসাম্য না থাকার সম্ভাবনাই বেশি। এই সমস্যার সমাধানে পিসিবি একটি বিকল্প ড্রাফট তৈরির কথাও ভাবছে।

পিএসএল পুনরায় শুরুর যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক। পরিবর্তিত সূচিতে যেদিন (২৫ মে) ফাইনাল হবে, সেদিন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ দলের। অর্থাৎ পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে ম্যাচগুলোর সূচিও পাল্টাতে হবে। বিসিবি এর আগে জানিয়েছে, সফর নিয়ে তারা পিসিবির সঙ্গে ‘আলোচনা চালিয়ে যাচ্ছে।’ পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ প এসএল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

ঘাড়ের সমস্যায় হাসপাতালে ভারত অধিনায়ক, বোলিং কোচ বললেন ঘুমের সমস্যা

ঘাড়ে টান লাগায় ভারত অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রোববার সকালেও তিনি হাসপাতালে আছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলকাতায় চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে তিনি আর মাঠে ফিরছেন না।

বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘(গতকাল) দিনের খেলা শেষে গিলকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন সেখানে পর্যবেক্ষণে আছেন। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তাঁকে পর্যবেক্ষণে রাখবে।’

শনিবার রাতেই গিলের মাঠে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে ওঠে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়। তখন তাঁর গলায় নেক ব্রেস ছিল এবং দলের চিকিৎসক সঙ্গে ছিলেন।

গতকাল ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা পান গিল। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পরই অস্বস্তি অনুভব করে ঘাড়ের পেছনে হাত রাখেন, এরপর ফিজিওকে ডাকেন। পরে দ্রুত মাঠ ছেড়ে যান। গিল এরপর আর ব্যাট করতে নামেননি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সম্প্রচারকরা গিলকে কোচিং স্টাফ এবং মেডিকেল দলের একজন সদস্যের সামনে ঘাড়ের ব্যায়াম করতে দেখেন। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘাড়ে ব্যথার কারণে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।
ভারতের বোলিং কোচ মরনে মরকেল অবশ্য এটিকে গুরুতর হিসেবে দেখছেন না।

শনিবার দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে খুব ভালোভাবে দেখাশোনা করে। আজ সকালে ঘুম থেকে উঠে তাঁর ঘাড় শক্ত হয়ে যায়, এটা দুঃখজনক। আমার মনে হয়, আগে আমাদের বুঝতে হবে ঘাড়ের জড়তা কীভাবে হয়েছে। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি মনে করি না এটা ওর ওপর খেলাজনিত চাপের কারণে হয়েছে।'

গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত।

সম্পর্কিত নিবন্ধ

  • ঘাড়ের সমস্যায় হাসপাতালে ভারত অধিনায়ক, বোলিং কোচ বললেন ঘুমের সমস্যা