আইপিএলের মতো পিএসএলও শনিবার পুনরায় শুরু
Published: 13th, May 2025 GMT
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল আগামী ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজের এক্স হ্যান্ডলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিন-তারিখ জানিয়েছেন।
আরও পড়ুনকোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’৪ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগ (পিএসএল) গত ৯ মে স্থগিত করে পিসিবি। সেদিন এ ঘোষণা আসার আগেই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলে বাকি ম্যাচগুলো সংযুক্ত-আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও তারপর ৮ ম্যাচ হাতে রেখেই এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করা হয়। একই দিন ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত ঘোষণা করে বিসিসিআই। ভারতের এ ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল জানিয়েছে, ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। এরপর আজ পিসিবি চেয়ারম্যান আইপিএল পুনরায় শুরুর দিনে পিএসএলও পুনরায় শুরু হবে বলে জানালেন।
পিএসএল স্থগিত হওয়ার পর কিছুদিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, এই টুর্নামেন্ট পুনরায় শুরু করতে একটি প্রস্তাবিত পরিকল্পনা চূড়ান্ত করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় আজ দিন-তারিখ জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন, যেটা শুরু হবে ১৭ মে থেকে। ২৫ মে গ্র্যান্ড ফাইনাল। সবগুলো দলের জন্য শুভকামনা।’
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এ বিষয়ে দ্রুতই আরও বিস্তারিত জানাবে। নাকভির পোস্ট অফিশিয়ালি বিষয়টি নিশ্চিত না করলেও ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানেই বাকি ৮টি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল১৩ ঘণ্টা আগেটুর্নামেন্টটি পুনরায় শুরুর দিন-তারিখ ঠিক করতে গতকাল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল পিএসএল কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সবাইকে পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের বেশ বড় একটি অংশের এবারের পিএসএলে ফেরার সম্ভাবনা নেই। যাঁরা ফিরবেন, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোয় বিদেশি খেলোয়াড়দের ভারসাম্য না থাকার সম্ভাবনাই বেশি। এই সমস্যার সমাধানে পিসিবি একটি বিকল্প ড্রাফট তৈরির কথাও ভাবছে।
পিএসএল পুনরায় শুরুর যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক। পরিবর্তিত সূচিতে যেদিন (২৫ মে) ফাইনাল হবে, সেদিন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ দলের। অর্থাৎ পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে ম্যাচগুলোর সূচিও পাল্টাতে হবে। বিসিবি এর আগে জানিয়েছে, সফর নিয়ে তারা পিসিবির সঙ্গে ‘আলোচনা চালিয়ে যাচ্ছে।’ পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ প এসএল ফ ইন ল
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ