সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৮ জন হাজী ও ৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশের (বিজি-২৩৭) হজ ফ্লাইট। 

ফ্লাইটটিতে থাকা ৩৫০ জন হজযাত্রী সিলেটের, বাকি ৫৮ জন ঢাকার। ৯ জন সাধারণ যাত্রী  ছিলেন। মোট ৪১৯ জন নিয়ে যাওয়ার কথা থাকলেও ৪১৭ জনকে নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো.

হাফিজ আহমদ বলেন, “এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন।”

আরো পড়ুন:

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে

হজ ফ্লাইট উদ্বোধন
আগামী বছর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: ধর্ম উপদেষ্টা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, “সিলেট টু মদিনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে দুপুর ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।”

হজ এজেন্সির মালিকরা জানান, আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরো চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজে যাবেন, তাদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে।

এদিকে, সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.)-এর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। 

ঢাকা/নূর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হজ ওসম ন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ