চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার
Published: 15th, May 2025 GMT
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে একই অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফতুল্লার এক ডাইং মালিককে চাঁদার দাবিতে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আজাদ ডাইং’ এর মালিক আজাদ হোসেনের কাছে চাঁদার দাবিতে ফোন দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একপর্যায়ে রিয়াদ ডাইং পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ওই ফোনকল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রিয়াদকে গ্রেপ্তার ও বহিষ্কারের ব্যাপারে কথা বলতে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেনকে ফোন করলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র য় দ ম হ ম মদ চ ধ র ক ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে একই অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফতুল্লার এক ডাইং মালিককে চাঁদার দাবিতে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আজাদ ডাইং’ এর মালিক আজাদ হোসেনের কাছে চাঁদার দাবিতে ফোন দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একপর্যায়ে রিয়াদ ডাইং পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ওই ফোনকল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রিয়াদকে গ্রেপ্তার ও বহিষ্কারের ব্যাপারে কথা বলতে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেনকে ফোন করলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানান।