নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,"যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। সুস্থ, সবল ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত। আমি শান্তিনগরের যুব সমাজকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।"

শান্তিনগর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার (১৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর বন্ধু মহলের উদ্যোগে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে সচেতন ও সংঘবদ্ধ হতে হবে। ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।

আমি আশা করি, শান্তিনগরের মতো মহানগরের প্রতিটি এলাকায় তরুণরা এভাবেই এগিয়ে আসবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।"

শান্তিনগর বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো.

মাইনুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য পারভেজ খান, কামরুল হাসান রনি, হাবিবুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল প্রধান, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী  আবির দেওয়ান প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ ন ত নগর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের হেনস্তার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের উপর হামলা চালিয়ে হেনস্তা করার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। 

হামলার সময় মুকুলের সঙ্গে থাকা মোস্তাকুর রহমান বাদী হয়ে রবিবার (২৯ জুন) রাতে ডন বজলুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, মৃত আলী মিয়ার ছেলে রাসেল (৪৪), আলী আক্কাস মিয়ার ছেলে কামাল ওরফে কেরা কামাল (৪৪), ফজলুর রহমানের ছেলে গোলজার (৪৮), কাশেম মিয়ার ছেলে নাদিম (৩৮), মৃত আবুল বাশারের ছেলে আব্দুল করিম নোমান (৩৫), মৃত আক্তার হোসেনের ছেলে আকাশ (২৫), মৃত সিরাজ উদ্দিন মিয়ার দুই ছেলে সেলিম (৪৫) ও শামীম (৪২), মৃত মগবুল হোসেনের ছেলে শাহাজালাল (৪০), মৃত ছালিম উদ্দিন মিয়ার ছেলে হযরত আলী (৫৬), রফিক মিয়ার ছেলে রাজ মিয়া (৫৫), সাদেক আলী ছেলে সাইদুর ওরফে সাইফুল (৪৪), মৃত লতিফ মিয়ার ছেলে হানিফ (৪২), ফজলুর রহমানের ছেলে আক্তার (৪৫), মিছির আলী ছেলে ইসমাঈল (৫৮), বশির উদ্দিন মিয়ার ছেলে খালেক (৫৮) ও একই এলাকার আলী আক্কাস (৩৬)।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ 

মামলার এজাহারের সূত্রে জানা যায়, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মোস্তাকুর রহমান ও আতাউর রহমান মুকুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে আনেন। তারা মুকুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন। মারতে মারতে এক সময় তার পাঞ্জাবি ও পায়জামা ছিড়ে ফেলেন। পরে পুলিশের সহায়তায় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • সুসময়ের কোকিলরা টাকা দিয়ে মন জয় করার চেষ্টা করছে : টিপু 
  • জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি
  • জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি
  • বন্দরে মুকুলের উপর সন্ত্রাসী হামলা, আমির হোসেনের নিন্দা  
  • নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
  • বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ১৮নং ওয়ার্ড বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • আপনি মেড ইন নারায়ণগঞ্জ না, আপনি মেড ইন আওয়ামীলীগ : সাখাওয়াত
  • বিএনপি নেতা রিপনের ছোট বোনের মৃত্যুতে সজলের শোক 
  • নারায়ণগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের হেনস্তার ঘটনায় মামলা