যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ : সজল
Published: 16th, May 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,"যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। সুস্থ, সবল ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত। আমি শান্তিনগরের যুব সমাজকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।"
শান্তিনগর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর বন্ধু মহলের উদ্যোগে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে সচেতন ও সংঘবদ্ধ হতে হবে। ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।
আমি আশা করি, শান্তিনগরের মতো মহানগরের প্রতিটি এলাকায় তরুণরা এভাবেই এগিয়ে আসবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।"
শান্তিনগর বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ ন ত নগর
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।