যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ : সজল
Published: 16th, May 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,"যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। সুস্থ, সবল ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত। আমি শান্তিনগরের যুব সমাজকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।"
শান্তিনগর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর বন্ধু মহলের উদ্যোগে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে সচেতন ও সংঘবদ্ধ হতে হবে। ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।
আমি আশা করি, শান্তিনগরের মতো মহানগরের প্রতিটি এলাকায় তরুণরা এভাবেই এগিয়ে আসবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।"
শান্তিনগর বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ ন ত নগর
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।