নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,"যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। সুস্থ, সবল ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত। আমি শান্তিনগরের যুব সমাজকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।"

শান্তিনগর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার (১৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর বন্ধু মহলের উদ্যোগে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে সচেতন ও সংঘবদ্ধ হতে হবে। ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।

আমি আশা করি, শান্তিনগরের মতো মহানগরের প্রতিটি এলাকায় তরুণরা এভাবেই এগিয়ে আসবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।"

শান্তিনগর বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো.

মাইনুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য পারভেজ খান, কামরুল হাসান রনি, হাবিবুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল প্রধান, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী  আবির দেওয়ান প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ ন ত নগর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

অপরদিকে, সকাল সাড়ে ৯টায় চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হয়।

লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধূ লাকি নিজের স্বামীকে রেখে নিরব নামে আরেক প্রতিবেশীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৬ মাস ধরে যাতায়াত করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। ওই বাসার সামনেই মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করতে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজের স্বামীর পরিবর্তে নিরব নামে আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরেক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে, এই নারী দীর্ঘ ৬-৭ মাস ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল।”

তিনি বলেন, “মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরকীয়া প্রেমিক নিরব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।”
 

ঢাকা/অনিক/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার