পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ  সমতলের চেয়ে জীবন-জীবিকার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। আমরা তাদের জীবন-জীবিকার মানোন্নয়ন ঘটাতে চাই। এখানকার হর্টিকালচার ও কানাই হ্রদের মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে এটা করতে হবে। 

শুক্রবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি পর্যটন কমপ্লেক্স হল রুমে এ কার্নিভালের আয়োজন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি একসঙ্গে থাকবে। এ অঞ্চলের মানুষ বিচ্ছিন্ন নয়। তারা একসঙ্গে রয়েছে, একসঙ্গেই থাকবে। 

কার্নিভালের উদ্বোধন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.

আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য ড. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. শাইনুল আলম এবং ময়মনসিংহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আনোয়ারুল আজিম আখন্দ। বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, কৃষান ফাউন্ডেশনের পরিচালক ড. আবেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রধান ড. মনিরা আহসান প্রমুখ। 

এ ছাড়া বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিখিল চাকমা ও রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৩৫০ জনের বেশি নবীন-প্রবীণ বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক অংশ নিয়েছেন। 

বায়োসায়েন্স কার্নিভালের মূল উদ্দেশ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করবেন। দেশের সমস্যা নিজ চিন্তাধারা ও উদ্ভাবিত শক্তি দিয়ে সমাধান করবেন। একই সঙ্গে তারা এসব উদ্ভাবন আন্তর্জাতিক ও দেশীয়ভাবে পরিচিত করবেন। এ কনফারেন্সের মাধ্যমে সায়েন্স পলিসি ডায়ালগে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের বহুমাত্রিক উন্নয়ন এবং সমস্যা সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার ও গবেষণায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সম্পৃক্তকরণ বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করা হবে। নবীন বিজ্ঞানীরা তাদের নতুন গবেষণাপত্র উপস্থাপন করবেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: করব ন

এছাড়াও পড়ুন:

অসম প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন কঙ্কনা

বলিউড অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। এক বছরের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, ৭ বছরের ছোট অভিনেতা অমল পরাশরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মাঝে অনেক দিন এ জুটির প্রেম নিয়ে চাপা ছিল। এবার প্রেমের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিজেরাই ঘি ঢাললেন।

অমল অভিনীত ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। বুধবার (১৪ মে) মুম্বাইয়ে সিরিজটির প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ‘প্রেমিক’ অমলের সঙ্গে হাজির হন কঙ্গনা সেন শর্মা। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এই যুগল; যা এখন অন্তর্জালে ভাইরাল। মূলত, এরপর থেকে অমল-কঙ্কনার প্রেমের জোর গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।

অমল-কঙ্কনার অসম প্রেম নিয়ে নানা চর্চা চললেও কেউই মুখ খুলেননি। তবে কিছুদিন আগে সম্পর্ক নিয়ে অমল বলেছিলেন, “আমি কমিটেড।” তবে প্রেমিকার নাম প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে কিছু আটকে রাখেনি। এটাও ঠিক আমি এমন কোনো কারণ দেখিনি, যার জন্য এটা প্রকাশ্যে আনা জরুরি।”

আরো পড়ুন:

কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী

গাড়ি দুর্ঘটনায় মারা যায় আমার প্রথম ভালোবাসা: প্রীতি জিনতা

একসঙ্গে পার্টিতে যাওয়ার কথা জানিয়ে অমল বলেন, “আমরা কারো কাছে কিছু লুকাচ্ছি না। একসঙ্গে পার্টিতে যাই, তা লোকজন জানেন। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু বলার প্রয়োজন অনুভব করি না। আমাদের সেটা দরকারও পড়েনি।”

সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর।

এরপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। ২০২০ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর অমলের সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ফের শাহরুখের সিনেমায় রানী মুখার্জি!
  • বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে: জোনায়েদ সাকি
  • সাতক্ষীরায় হিমসাগর আমে বাজার সয়লাব, দাম পড়ে যাওয়ায় চাষিদের মুখে হাসি নেই
  • পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প
  • আবার একসঙ্গে আমির-হিরানি
  • ১১ বছর পর আমির-হিরানি
  • অসম প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন কঙ্কনা
  • কেন তিনি একসঙ্গে বাস করেও ২০ বছর ধরে স্ত্রীর সঙ্গে কথা বলেননি
  • ভক্তদের চাওয়া পূরণ করতে জুটি বাঁধছেন রাশমিকা-বিজয়!