কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে কোনো সমস্যা ছাড়াই নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে বিজি ৪৩৬ ফ্লাইটটি। এতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিল। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ।
এদিকে যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করায় প্রশংসায় ভাসছেন পাইলট ও অন্য স্টাফরা। পাইলটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই নানা প্রতিক্রিয়া জানিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পাইলট প্রথম চেষ্টাতেই বেলা ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে বিমান থেকে নামানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানের প্রকৌশলী দল কারিগরি ত্রুটির কারণ নির্ধারণের জন্য বিমানটি পরিদর্শন করছেন। আমাদের প্রকৌশলীরা সমস্যার মূল কারণ খুঁজতে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, গতকাল দুপুরে কক্সবাজার থেকে ৭১ যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমানের ফ্লাইট বিজি ৪৩৬। শাহজালাল বিমানবন্দরে আসার পথে বাঁ পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা ধরা পড়লে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে ফ্লাইটটি বেলা ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রী এবং ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। শাহজালাল বিমানবন্দরে অন্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। 
এর আগে গতকাল বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এক শিশুসহ ৭‌১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ক্যাপ্টেন জামিল ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস। 
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে বলেন, রানওয়ে ছাড়ার পরেই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় চাকাটি পাওয়া গেছে। 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ হজ ল ল ফ ল ইটট ন র পদ প ইলট র একট

এছাড়াও পড়ুন:

সংসদে প্রতিনিধিত্ব চান জুলাই শহীদ পরিবারের সদস্যরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ (প্রস্তাবিত) ও নিম্ন কক্ষে নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তাঁরা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভার শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহতসহ বিগত সরকারের আমলে গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন, শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চকক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে হওয়া উচিত। একই সঙ্গে আগামী নির্বাচনে শহীদ পরিবার (জুলাই অভ্যুত্থান) থেকে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে ১০ জন প্রতিনিধি মনোনয়নের আশা করেন বলে জানান তিনি।

সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

সম্পর্কিত নিবন্ধ