শাহরিয়ার হত্যা-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে কিছু প্রশ্ন তুললেন বড় ভাই শরীফুল
Published: 18th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা-পরবর্তী কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর বড় ভাই শরীফুল ইসলাম। শাহরিয়ার যে আবাসিক হলে (স্যার এ এফ রহমান হল) থাকতেন, সেই হলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন চলছিল, এ কথা উল্লেখ করে তিনি পুলিশকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে শরীফুল ইসলাম এ কথা বলেন। ‘শাহরিয়ার আলম সাম্যর হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে’ ছাত্রদল আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ডাকে। কিন্তু পরে তারা পৌনে দুই ঘণ্টা শাহবাগ অবরোধ করে।
আজ শাহরিয়ার আলমের সহপাঠী এবং বিভাগের শিক্ষকেরা শাহবাগ থানায় পুলিশ প্রশাসনের সঙ্গে বসেছিলেন। সেখানে শরীফুল ইসলামও ছিলেন। সেই প্রসঙ্গে ছাত্রদলের কর্মসূচিতে তিনি বলেন, ঘটনার সময় সাধারণ জনগণ দুজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছিলেন। কিন্তু পরে বলা হয়, ঘটনার চার ঘণ্টা পর ঘটনাস্থল থেকে সাত-আট কিলোমিটার দূরে কোনো এক হাসপাতাল থেকে সেই দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন হলো, পুলিশ পরে তাঁদের কেন ওই হাসপাতাল থেকে গ্রেপ্তার দেখাল? এখানে প্রত্যক্ষদর্শীর বয়ানে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুজনকে পুলিশ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। কোনো চাপের কারণে পুলিশ ওই দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কি না, জানতে চান শরীফুল।
শরীফুল ইসলাম বলেন, ‘গভীর রাতে দুজনকে গ্রেপ্তারের পুরস্কারস্বরূপ সরকার তাদের (পুলিশ) এক লাখ টাকা উপহার হিসেবে দিয়েছে। আমি পুলিশকে বলতে চাই, যদি আপনাদের উপহারের দরকার হয়, আজকের এই সমাবেশে আমি ঘোষণা দিলাম, যদি দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়, আমি পাঁচ লাখ টাকা উপহার দেব, ইনশা আল্লাহ।’
হত্যাকাণ্ডের পর শাহরিয়ারের চরিত্রহননের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘এখন কিছু কিছু ফেসবুকে দেখছি, আমার ছোট ভাইয়ের চরিত্রহননের জন্য ইন্ধন দিয়ে যাচ্ছে। আমি তাদের সাবধান করে দিতে চাই, “মনে রাখবা, আজকে তোমরা যদি এ রকম সুযোগের সদ্ব্যবহার করতে চাও, ভবিষ্যতে তোমাদের মধ্যেও অনুরূপ ঘটনা ঘটতে পারে। কাজেই দল-মতনির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে নিরাপদ করার জন্য তোমাদের সচেষ্ট হতে হবে।”’
শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করায় ছাত্রদলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান শরীফুল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল শ হব গ দ জনক
এছাড়াও পড়ুন:
ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৮ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৮ মে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
ঢাকা/হাসান/সাইফ