হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। শুরুতে ব্যাটিং করতে হবে তার দলের। ভারত টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাই সুদর্শনকে একাদশে নিয়েছে। 

এছাড়া করুণ নায়ার ভারতের প্রথম টেস্টের একাদশে আছেন। নায়ার ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। প্রায় আট বছর এবং ৭৭ ম্যাচ পরে আবার একাদশে ঢুকলেন তিনি। 

টস জিতে বোলিংয়ের বিষয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, তারা শুরুর কন্ডিশনের সুবিধা নিতে চান। শুভমন গিলও বলেছেন, টস জিতলে তিনি শুরুতে বোলিং নিতেন। কারণ হেডিংলিতে প্রথম সেশন ব্যাটিং করা খুবই কঠিন। পরে ব্যাটিং করা সহজ হয়।

পরিসংখ্যানও বলছে একই কথা। ২০১৭ সাল থেকে হেডিংলিতে ছয়টি টেস্ট হয়েছে। যার ছয়টিতেই পরে ব্যাটিং করা দল জিতেছে। শুধু জয় বললে ভুল হবে সবকটিতেই ইনিংস ব্যবধানে জিতেছে টস জয়ী দল। 

ভারতের একাদশ: জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল,ঋষভ পান্ত, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। 

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টাঙ, শোয়েব বাশির। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ