টস হেরে ব্যাটিং চ্যালেঞ্জ গিলদের, সুদর্শনের অভিষেক
Published: 20th, June 2025 GMT
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। শুরুতে ব্যাটিং করতে হবে তার দলের। ভারত টপ অর্ডারের ব্যাটিং বিবেচনায় সাই সুদর্শনকে একাদশে নিয়েছে।
এছাড়া করুণ নায়ার ভারতের প্রথম টেস্টের একাদশে আছেন। নায়ার ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। প্রায় আট বছর এবং ৭৭ ম্যাচ পরে আবার একাদশে ঢুকলেন তিনি।
টস জিতে বোলিংয়ের বিষয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, তারা শুরুর কন্ডিশনের সুবিধা নিতে চান। শুভমন গিলও বলেছেন, টস জিতলে তিনি শুরুতে বোলিং নিতেন। কারণ হেডিংলিতে প্রথম সেশন ব্যাটিং করা খুবই কঠিন। পরে ব্যাটিং করা সহজ হয়।
পরিসংখ্যানও বলছে একই কথা। ২০১৭ সাল থেকে হেডিংলিতে ছয়টি টেস্ট হয়েছে। যার ছয়টিতেই পরে ব্যাটিং করা দল জিতেছে। শুধু জয় বললে ভুল হবে সবকটিতেই ইনিংস ব্যবধানে জিতেছে টস জয়ী দল।
ভারতের একাদশ: জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল,ঋষভ পান্ত, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টাঙ, শোয়েব বাশির।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ভমন গ ল
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে স্কুলবাসে দেওয়া আগুনে দগ্ধ সেই চালকের মৃত্যু
মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সুমন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়াতে স্কুলবাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত পারভেজ গুরুতর দগ্ধ হন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাড়াইভিকরা গ্রামে।
আরো পড়ুন:
ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন
লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু
আরো পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “গত বৃহস্পতিবার স্কুলবাসটিতে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন বাসটির ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ। পুলিশ উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঢাকা/চন্দন/মাসুদ