এইচএসসি পরীক্ষা: দেখে নাও নম্বর বণ্টন ও সময় বিভাজন
Published: 22nd, June 2025 GMT
দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন করেছে। আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই বিশেষ নির্দেশাবলি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের এইচএসসি প্রত্যেক পরীক্ষার্থীর অবশ্যই এই নম্বর বণ্টন ও সময় বিভাজনটি জেনে রাখা ও মেনে চলা দরকার।
বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে
৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট
৭০ নম্বরের সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে
ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের জন্য ২৫ মিনিট বরাদ্দ থাকবে
৫০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট বরাদ্দ থাকবে।
বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মাঝে বিরতি
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। অর্থাৎ ‘বহুনির্বাচনি’ ও ‘সৃজনশীল’ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুসারে পরীক্ষা গ্রহণ করা হবে।
যে ১৩টি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আছে
পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), কৃষিশিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), মৃত্তিকাবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), চারু ও কারুকলা প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ঐচ্ছিক–১ ঐচ্ছিক–২ ঐচ্ছিক–৩, উচ্চাঙ্গসংগীত প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), পরিসংখ্যান প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), লঘুসংগীত প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং ক্রীড়া প্রথম ও দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)।
সকালের পরীক্ষা
ক। সকাল ১০: ০০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে—
সকাল ০৯: ৩০ মিনিটে ‘অলিখিত উত্তরপত্র’ ও ‘বহুনির্বাচনি ওএমআর শিট’ বিতরণ
সকাল ১০: ০০টায় ‘বহুনির্বাচনি প্রশ্নপত্র’ বিতরণ
সকাল ১০: ৩০ মিনিটে ‘বহুনির্বাচনি উত্তরপত্র’ (ওএমআর শিট) সংগ্রহ ও ‘সৃজনশীল প্রশ্নপত্র’ বিতরণ।
(২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০: ২৫ মিনিট)।
বিকেলের পরীক্ষা:
খ। বেলা ০২:০০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে—
বেলা ০১: ৩০ মিনিটে ‘অলিখিত উত্তরপত্র’ ও ‘বহুনির্বাচনি ওএমআর শিট’ বিতরণ
বেলা ০২: ০০টায় ‘বহুনির্বাচনি প্রশ্নপত্র’ বিতরণ
বেলা ০২:৩০ মিনিটে ‘বহুনির্বাচনি উত্তরপত্র’ (ওএমআর শিট) সংগ্রহ ও ‘সৃজনশীল প্রশ্নপত্র’ বিতরণ।
(২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২:২৫ মিনিট)।
*কর্নেল মো.
শামসুল আলম, পিএসসি (অব.), অধ্যক্ষ, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
* এইচএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন দেখতে ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত পর ক ষ র ক ষ ত র ওএমআর শ ট স জনশ ল প তত ত ব য় ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ
দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আবেদন করতে হবে ৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে।
পদের নাম ও বিবরণ১. সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)
যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। এমআরসিপি ৪। এমএস
অভিজ্ঞতা: সিনিয়র কনসালট্যান্ট পদে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন-ভাতা: সর্বনিম্ন ৩,০০,০০০ টাকা
আরও পড়ুনবাংলাদেশ বিমানে চাকরি, নেবে ৪৬ কর্মী৫ ঘণ্টা আগে২. কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)
যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত।
বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। ডি-কার্ড ৪। ডিটিসিডি ৫। এমআরসিপি ৬। এমসিপিএস
বেতন-ভাতা: সর্বনিম্ন ২,০০,০০০ টাকা।
আবদনের নিয়মাবলি১. সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদে মূল কপি দেখাতে হবে।
২. সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজাঝির দীঘির উত্তর পাড়, ফেনী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, ১৮–২৬ বছরে আবেদন, মেলে হাতখরচও ৫ ঘণ্টা আগেআবেদন ফি১০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়৫ অক্টোবর ২০২৫
আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫