আগামী বছরে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেটের ঘোষণা
Published: 22nd, June 2025 GMT
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে খুলনা হয়ে রাজশাহীতেও চলছে বিভিন্ন কার্যক্রম।
রোববার (২২ জুন) পদ্মাপাড়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মাহবুব আনাম।
এ সময় মাহবুব আনাম রাজশাহীতে দ্রুত আন্তর্জাতিক বা বিপিএল ম্যাচ আয়োজনের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা কিংবা বিপিএলের ম্যাচ আমরা দেখতে পারব।”
আরো পড়ুন:
বিশ্বকাপের টিকিট পেলো কানাডা
ড্রয়ের সঙ্গে প্রাপ্তি শান্তর সেঞ্চুরি
রাজশাহীতে লিগ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট, বয়সভিত্তিক ও দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হলেও এখনো বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি। এবার বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) প্রস্তাব দিয়েছে মাঠটি সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে।
“দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ—এসব তখনই বর্ধিত করা সম্ভব, যখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। এই লক্ষ্যে আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আশা করছি, তারা সেগুলো হাতে নেবে,” বলেন মাহবুব আনাম।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৯৮৯ সালে বেক্সিমকো ইয়ুথ এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। সর্বশেষ ২০২৫ সালে এখানে হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যুব দলের ম্যাচ।
মাহবুব আনাম আরও বলেন, “রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় কোনো খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটিকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই।”
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য চ আয় জ ব প এল
এছাড়াও পড়ুন:
নারী ক্রিকেটে দল নির্বাচন নিয়ে অনিয়ম, এনএসসির চিঠির জবাব দিল বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়ম নিয়ে ক্রিকেটার রিয়া আক্তার যে অভিযোগ করেছেন, প্রাপ্ত নথি-পত্রের পর্যালোচনা করে তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) পাঠানো চিঠিতে বিসিবি লিখেছে, দল নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।
আজ বিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনএসসিকে চিঠি দেন রিয়া আক্তার। এরপর ১৭ সেপ্টেম্বর নির্বাচনপ্রক্রিয়া ও ও নারী ক্রিকেট-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিসিবির ব্যাখ্যা জানতে চায় এনএসসি।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এনএসসি থেকে চিঠি পেলেও প্রায় দুই মাস পর জবাব দেওয়ার কারণ উল্লেখ করে সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠিটি এমন সময়ে এসেছিল যখন বিসিবির অধিকাংশ বিভাগ পরিচালনা-পর্ষদ নির্বাচনের কাজে ‘ব্যস্ত ছিল’ এবং কার্যক্রম দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল