কাতারে বাংলাদেশি ফল মেলা অনিশ্চিত, ফিরে এলেন শতাধিক ফল ব্যবসায়ী
Published: 24th, June 2025 GMT
ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে কাতারে বাংলাদেশি ফল মেলা আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। কাতার সরকার সাময়িকভাবে তাদের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাবে বাংলাদেশ থেকে কাতারগামী দু’টি ফ্লাইট বাতিল হওয়ায় দোহায় অনুষ্ঠেয় ফল মেলায় অংশ নিতে যাওয়া শতাধিক ব্যবসায়ী দেশে ফিরে এসেছেন।
সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া কাতারগামী একটি ফ্লাইট মাসকাট পর্যন্ত গেলেও কাতারে ঢুকতে না পেরে সেখান থেকে ঢাকায় ফিরে আসে। একইভাবে, মঙ্গলবার রাত ২টার ফ্লাইটটিও আগেভাগেই বাতিল করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইটে যাত্রী ছাড়াও প্রায় ৯৫ হাজার কেজি ফল ও সবজি রপ্তানি পণ্য হিসেবে পাঠানোর কথা ছিল।
বুধবার দোহায় বাংলাদেশি ফল মেলা শুরু হওয়ার কথা রয়েছে। এই মেলায় অংশ নিতে শতাধিক ব্যবসায়ী এই দু’টি ফ্লাইটে যাত্রা করেছিলেন। এখন তাঁদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাকি ফ্লাইটগুলো চালু থাকবে কিনা, মঙ্গলবার সে সিদ্ধান্ত নেবে বিমান কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, তাদের আকাশসীমা আপাতত বন্ধ রয়েছে। নিরাপত্তার ঝুঁকি থাকায় কাতারগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
ফল ব্যবসায়ীরা জানান, এই মেলায় তাঁদের পণ্য প্রদর্শন ও চুক্তির মাধ্যমে বিদেশি বাজার সম্প্রসারণের বড় সুযোগ ছিল। ফ্লাইট বাতিল ও পণ্য আটকে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফল ব যবস য় ফ ল ইট ফল ম ল
এছাড়াও পড়ুন:
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ইমতিয়াজ ও মোস্তাফিজুর
আজ রোববার স্পেনের মারবেয়াতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই ট্রায়াথলেট মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান সফল হয়েছেন। অর্ধদূরত্বের এই আয়রনম্যানের বিশ্ব আসরে সাড়ে আট ঘণ্টা সময়ের মধ্যে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সাঁতার, সাইক্লিং ও দৌড় নিয়ে যে খেলা, সেই ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০ দশমিক ৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ৭ ঘণ্টা ৩০ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৪৯৩ জনের মধ্য ৪৯০তম স্থান অধিকার করেছেন। প্রতিযোগিতায় মোট ৩ হাজার ৩৩৩ জন বিভিন্ন দেশের ট্রায়াথলেট অংশ নেন।
মোস্তাফিজুর রহমান ৮ ঘণ্টা ৬ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) ৪৯৩তম স্থান পেয়েছেন। বাংলাদেশের দুজনই গত মে মাসে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া থেকে স্পেনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
স্পেনের মারবেয়াতেই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে নারীদের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ট্রায়াথলেট ফেরদৌসি আক্তার মারিয়া এতে অংশ নিয়েছিলেন। কিন্তু ৬০০ মিটার সাঁতার কাটার পর ঠান্ডা পানিতে তাঁর মাংসপেশিতে টান লাগে। তারপর আয়রনম্যান কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মারিয়াও আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়াতে সফল হয়েছিলেন।
আজকের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে বেলজিয়ামের জেলি জিনস, নরওয়ের ক্রিস্টিয়ান ব্লুমেনফিল্ট ও ক্রেসপার স্টর্নারস।
ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের সহকারী মহাব্যবস্থাপক (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটু কঠিনই হয়। আজ পানি খুব ঠান্ডা ছিল। এ ছাড়া সাইক্লিংয়ের রাস্তাটা ছিল খুবই উঁচু। তারপরও পেরেছি।’ ইমতিয়াজ এর আগে দেশে অনুষ্ঠিতে বিভিন্ন ম্যারাথন, আলট্রা ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন।
পেশায় চাকরিজীবী মোস্তাফিজুর রহমান একজন দূরপাল্লার সাঁতারু। ২০১৭ সাল থেকে বিভিন্ন দৌড় ও সাঁতার প্রতিযোগিতায় তিনি অংশ নেন। তিনি নেপালের পোখরায় আলট্রা ম্যারাথনে অংশ নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিউজিল্যান্ডের আয়রনম্যান ও জার্মানির রথ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য আমি আমন্ত্রণ পেয়েছি।’