ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে কাতারে বাংলাদেশি ফল মেলা আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। কাতার সরকার সাময়িকভাবে তাদের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাবে বাংলাদেশ থেকে কাতারগামী দু’টি ফ্লাইট বাতিল হওয়ায় দোহায় অনুষ্ঠেয় ফল মেলায় অংশ নিতে যাওয়া শতাধিক ব্যবসায়ী দেশে ফিরে এসেছেন।

সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া কাতারগামী একটি ফ্লাইট মাসকাট পর্যন্ত গেলেও কাতারে ঢুকতে না পেরে সেখান থেকে ঢাকায় ফিরে আসে। একইভাবে, মঙ্গলবার রাত ২টার ফ্লাইটটিও আগেভাগেই বাতিল করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইটে যাত্রী ছাড়াও প্রায় ৯৫ হাজার কেজি ফল ও সবজি রপ্তানি পণ্য হিসেবে পাঠানোর কথা ছিল।

বুধবার দোহায় বাংলাদেশি ফল মেলা শুরু হওয়ার কথা রয়েছে। এই মেলায় অংশ নিতে শতাধিক ব্যবসায়ী এই দু’টি ফ্লাইটে যাত্রা করেছিলেন। এখন তাঁদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাকি ফ্লাইটগুলো চালু থাকবে কিনা, মঙ্গলবার সে সিদ্ধান্ত নেবে বিমান কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, তাদের আকাশসীমা আপাতত বন্ধ রয়েছে। নিরাপত্তার ঝুঁকি থাকায় কাতারগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

ফল ব্যবসায়ীরা জানান, এই মেলায় তাঁদের পণ্য প্রদর্শন ও চুক্তির মাধ্যমে বিদেশি বাজার সম্প্রসারণের বড় সুযোগ ছিল। ফ্লাইট বাতিল ও পণ্য আটকে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফল ব যবস য় ফ ল ইট ফল ম ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৪ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

এশিয়া কাপ

বাংলাদেশ-ভারত
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

যুব ওয়ানডে

অস্ট্রেলিয়া-ভারত
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১

লা লিগা

হেতাফে-আলাভেস
রাত ১১টা, বিগিন অ্যাপ

আতলেতিকো-ভায়েকানো
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ

সোসিয়েদাদ-মায়োর্কা
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ

ইউরোপা লিগ

জাগরেব-ফেনেরবাচে
রাত ১টা, সনি স্পোর্টস ১

বেতিস-নটিংহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

নিস-রোমা
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ