আইফোন ব্যবহারকারীদের জন্য উন্নতমানের ক্যামেরা অ্যাপ ‘প্রজেক্ট ইন্ডিগো’ উন্মোচন করেছে অ্যাডোবি। অ্যাপটি দিয়ে কম আলোয়ও উজ্জ্বল ও নিখুঁত ছবি তোলা যাবে বলে জানিয়েছেন এই অ্যাপের অন্যতম নির্মাতা মার্ক লেভয়। লেভয় গুগলের পিক্সেল ফোনে আলোচিত কম্পিউটেশনাল ফটোগ্রাফির মূল নির্মাতা হিসেবে পরিচিত।

অ্যাডোবির তথ্যমতে, আইফোন ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ সিরিজ ও তার পরবর্তী মডেলগুলোয় ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য আইফোন ১৫ প্রো বা তার পরবর্তী মডেল ব্যবহার করতে হবে। অ্যাপটি ব্যবহারের জন্য কোনো অ্যাডোবি অ্যাকাউন্টে নিবন্ধন করতে হবে না। অ্যাডোবি ল্যাবস থেকে প্রকাশিত অ্যাপটি বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে।

অ্যাপটির বিশেষত্ব হলো, এটি একবারে একাধিক ছবি তোলে এবং সেগুলো একত্র করে একটি চূড়ান্ত ছবি তৈরি করে। রয়েছে ফোকাস, শাটার স্পিড, আইএসও এবং হোয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণের সুবিধাসহ একাধিক সুবিধা। এর ফলে আলোর তারতম্য, রং ও ছায়ার স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে। আর তাই অ্যাপটিতে তোলা ছবি দেখতে অনেকটা ডিজিটাল এসএলআর ক্যামেরায় তোলা ছবির মতো দেখায়।

অ্যাপটিতে ভবিষ্যতে রিফলেকশন সরানোর বাটন, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং সুবিধা যুক্ত করা হবে। অ্যাডোবির তথ্যমতে, যাঁরা স্মার্টফোনে এসএলআরের মতো প্রাকৃতিক ও নিখুঁত ছবি তোলার পাশাপাশি সর্বোচ্চ মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা চান, তাঁদের জন্য অ্যাপটি খুবই সহায়ক হবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র র জন য আইফ ন

এছাড়াও পড়ুন:

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত

গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা করতে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীরের সই করা এই সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

আরো পড়ুন:

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

রবিবার সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

চিঠি থেকে জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ আগস্টের স্মারক অনুযায়ী ৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে ৩ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে তদন্ত কমিশনে সংযুক্তির অনুরোধ করা হলেও পরবর্তীতে নতুনভাবে তিন কর্মকর্তাকে সংযুক্ত করা হলো।

প্রথমে প্রস্তাবিত কর্মকর্তারা ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও উপসচিব মোহাম্মদ এনামুল হক। তবে পরবর্তীতে তাদের পরিবর্তে নতুন যাদের সংযুক্ত করা হয়েছে তারা হলেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপিকে প্রতীক বাছাইয়ে সময় বেঁধে দিল ইসি
  • প্লাস্টার খোলার পর গুরুত্ব ফিজিওথেরাপির
  • স্তন ক্যানসারের চিকিৎসা-পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান না নেওয়া ভালো
  • বিয়ের আগেই দুই সন্তানের মা, আলোচিত এই দক্ষিণি অভিনেত্রীকে কতটা চেনেন
  • ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
  • গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান
  • বিশেষ বিবেচনায় চবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে সমালোচনা
  • তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ
  • মাতৃরূপে ঈশ্বরের উপাসনা
  • জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত