জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত (সিদ্দান্ত-১২) গৃহীত হয়েছে। হলের নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হলো।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নামফলক। এসময় নতুন নাম হিসেবে ‘নওয়াব ফয়জুন্নেসা এসময় হল’, ‘ফেলানী ছাত্রী হল’, ‘মাহমুদা স্মৃতি হল’, ‘রিয়া গোপ ছাত্রী হল’ নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

‎নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামঘড় ইউনিয়নের ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। 

‎এসময় এলাকার গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ‎এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জ্বালানি ও খনিজ বিভাগের কর্তৃপক্ষ।

‎এসময় আরো উপস্থিত ছিলেন- পেট্টোবাংলার ডিজিএম ফয়জুন নাহার বেগম, সহকারি প্রকৌশলী রনি, মোরসালিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
  • পোষ্য কোটা চান না রাবির অনেক শিক্ষক
  • অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, পুলিশের সঙ্গে সংঘর্ষ