কক্সবাজারের উখিয়ায় স্বর্ণালংকার এবং কোরবানির গরু বিক্রির টাকা লুটের ঘটনা ঘটেছে। লুট শেষে ফিরে যাওয়ার সময় গৃহকর্তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। একইসঙ্গে নিহত গৃহকর্তার ভাইকে কুপিয়ে আহত করে ডাকাত দল। 

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন নুরুল আমিন বাবুল (৪০)। তিনি ওই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। আহত হয়েছেন বাবুলের ছোট ভাই মোহাম্মদ হাসান (৩৫)।

নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, সোমবার সন্ধ্যায় নুরুল আমিন বাবুল বাজারে মাছ কিনতে যান। সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হাসানও ছিলেন। তারা মাছ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর মুখোশ পরা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দেয়। ডাকাত দল বন্দুক, কিরিচ ও ছোরায় বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় স্বর্ণালংকার এবং কোরবানির গরু বিক্রির ২ লাখ টাকা লুট করা হয়। লুট শেষে ডাকাত দল চলে যায়। পথে ডাকাত দলের সঙ্গে বাবুল ও হাসানের দেখা হয়। তখন ডাকাতরা গুলি ও কুপিয়ে তাদের আহত করে।

জালিয়াপালং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে হয়েছে তা তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত ড ক ত দল

এছাড়াও পড়ুন:

গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানা নানান বাঁক

রুনা লায়লার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ