দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবাব পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও ১০ হাজার পরীক্ষার্থী কমেছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, এই শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ৬৬৪টি কলেজ থেকে ২১৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য এবার পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে ২১৩টি। গত বছর পরীক্ষাকেন্দ্র ছিল ২০৪টি। পরীক্ষার্থী কমলেও এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে ৯টি।

তিনি আরো জানান, চলতি বছর মোট ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪১ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৮৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৭ হাজার ৭৫৪৪ জন অংশগ্রহণ করবে।  এ সব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৫৭২ জন। জিপিএ উন্নয়ন ১৪৭ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৮ হাজার ৪৩ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৬ জন

আরো পড়ুন:

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্যোক্তা সাজ্জাদের সফলতা

জুলাই আয়োজনে উপেক্ষিত প্রথম পুলিশি হামলার শিকার কুবি

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রেগুলোর দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

তিনি আরো জানান, শান্তিপূর্ণ ও ক্রটিমুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। আগামী ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হবে। এরপর ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে আগামী ২৪ আগস্ট শেষ হবে। 

ঢাকা/মোসলেম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ ক ন দ র পর ক ষ র থ র পর ক ষ

এছাড়াও পড়ুন:

দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে

দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুদক ২ পদে মোট ১০১ জনকে নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ আগস্ট থেকে। পরীক্ষা–সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম ও সংখ্যা—

১. কনস্টেবল

পদসংখ্যা: ৯১

গ্রেড: ১৭

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদনে যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট

২. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০

গ্রেড: ২০

বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা

আবেদনে যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ

আবেদনের বয়স—

আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে

আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে১০ ঘণ্টা আগে

আবেদন ফি—

দুটি পদের জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা দিতে হবে। আবেদনের নিয়মাবলি অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর, ২০২৫, বিকেল ৫টা

আবেদনের পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)
  • নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
  • ‘শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না’
  • এশিয়া কাপে খেলবেন না বুমরাহ, বিকল্প কে?
  • ‎শুরু হলো দেশের প্রথম প্রসাধনী পণ্যের প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’
  • গুচ্ছ ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ
  • আজ টিভিতে যা দেখবেন (৮ আগস্ট ২০২৫)
  • দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে