বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। 

বুধবার (২৫ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, ফল ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১টি দফা দিয়েছিলেন।

তার মধ্যে অন্যতম একটি দফা ছিল পরিকল্পিত নগরায়ণ। যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসেবেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন। এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি মহানগর ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। 

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী  মো.

সোয়েব হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজ  ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিরাজুল ইসলাম জিতু, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান জয়, তোলারাম কলেজ ছাত্রদল নেতা রিজভী, রাফি, নিলয়, জয়, নিবির, সদর থানা ছাত্রদল নেতা হৃদয়, রনি, ইমন, নারায়গঞ্জ স্কুলের ছাত্রদল নেতা সিয়াম, শান্ত, নিলয় অপু, রাজু, জিসানসহ অনেকেই।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল র স ব ক

এছাড়াও পড়ুন:

“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।

তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
  • দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে: আনু মুহাম্মদ
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • রূপগঞ্জে যে কারণে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ
  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় যুব ফেডারেশনের তীব্র নিন্দা ও বিচার দাবি
  • “গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”