উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর
Published: 26th, June 2025 GMT
মাইক্রোসফট আগেই জানিয়েছে, আগামী ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেওয়া হবে না। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১–তে হালনাগাদ করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই দুশ্চিন্তা বাড়ছে ব্যবহারকারীদের মধ্যে। তবে নতুন এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর উইন্ডোজ ১০–এর জন্য মাইক্রোসফটের আনুষ্ঠানিক সহায়তা (সাপোর্ট) শেষ হচ্ছে। এরপর সাধারণ নিরাপত্তা আপডেট আর পাওয়া যাবে না। তবে যাঁরা আরও কিছুদিন উইন্ডোজ ১০ ব্যবহার করতে চান, তাঁদের জন্য চালু হচ্ছে ইএক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) সুবিধা। আপডেটটি ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট শর্ত মেনে বিনা মূল্যে ইএসইউ সুবিধা গ্রহণ করতে পারবেন।
মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে তিনটি পদ্ধতিতে ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে একমাত্র বিনা মূল্যের পদ্ধতিটি হলো উইন্ডোজ ব্যাকআপ ফিচার চালু করে যন্ত্রের সেটিংস ও ফোল্ডার ক্লাউডে সংরক্ষণ করা। তবে এই ব্যাকআপের জন্য মাইক্রোসফটের ক্লাউড সেবা ওয়ানড্রাইভ ব্যবহার করতে হবে। ওয়ানড্রাইভে বিনা মূল্যে ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণের সুযোগ রয়েছে। তাই তথ্যের পরিমাণ বেশি হলে অতিরিক্ত জায়গা কিনতে হতে পারে।
বছরে ৩০ ডলার পরিশোধ করে বা মাইক্রোসফট রিওয়ার্ডস পয়েন্টের মাধ্যমেও ইএসইউ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কমপক্ষে ১ হাজার পয়েন্ট থাকতে হবে। আগামী মাসে উইন্ডোজ ১০–এ যুক্ত করা হবে একটি নতুন ইএসইউ এনরোলমেন্ট উইজার্ড। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিনটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন। পর্দায় নির্দেশনা অনুসরণ করলেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ইএসইউতে যুক্ত হয়ে যাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ