বার্বাডোজের ব্রিজটাউন টেস্ট শুরুর দিনেই দেখা গেল পেস বোলিং নাটকের চূড়ান্ত মঞ্চায়ন। কন্ডিশনের সুবিধা নেওয়া দুই দলের বোলাররাই ম্যাচের লাগাম রেখেছেন হাতে। ব্যাটারদের নড়বড় পারফরম্যান্সে একদিনেই দেখা গেল ১৪ উইকেট পতন!

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ১৮০ রানে। আবার ওয়েস্ট ইন্ডিজও পড়েছে চাপে, দিন শেষে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৭।

দিনের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত জুটি গড়েন ক্যারিবিয়ান দুই তরুণ পেসার জেইডন সিলস ও শামার জোসেফ। তাদের বোলিং আক্রমণে মাত্র ৫৬.

৫ ওভারেই মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। টপ অর্ডার ধসে পড়ে শুরুতেই। মাত্র ২২ রানেই হারায় ৩ উইকেট। এরপর খানিকটা প্রতিরোধ আসে হেড (৫৯) ও খাজার (৪৭) ব্যাটে। কিন্তু ওই পর্যন্তই।

আরো পড়ুন:

অস্বস্তিতে দিন পার বাংলাদেশের

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের সিলস ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন। আর জোসেফ ৪৬ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট।

অবশ্য অস্ট্রেলিয়ার বোলাররাও ছেড়ে কথা বলেননি। স্টার্ক, হ্যাজলউড ও কামিন্স মিলে ফিরিয়ে দেন ক্যারিবিয়ান টপ অর্ডারকে। দিনের শেষে ক্রিজে ছিলেন ব্র্যান্ডন কিং (২৩*) ও রোস্টন চেজ (১*)। তাদের কাঁধেই নির্ভর করছে প্রথম ইনিংসে প্রতিরোধ গড়ার আশা। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

বন্দরের লৌহিয়া খালটি দখল উৎসবে চলছে

বন্দরের ঐতিহ্যবাহী লৌহিয়া খালটি দখল উৎসবে মেতে উঠেছে চিহ্নিত ভূমিদস্যুরা। যে খাল দিয়ে এক সময় শীতলক্ষা-বহ্মপুত্র নদীতে সংযোগ ছিল।

সেই ঐতিহ্যবাহী খালটি অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, ব্যাটারি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেছে ওই সকল ভূমিদস্যুরা।

খালটি দখল হয়ে যাওয়ার কারনে পয়নিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। বিগত স্বৈরাচার সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে উল্লেখিত খাল দখল করে নিয়েছে প্রভাবশালীরা ।

এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও সানাউল্লাহ সানু এবং বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিনের মদদপুষ্ট হয়ে আদর্শ বিদ্যানিকেতন শিক্ষা প্রতিষ্ঠান করতে গিয়ে খাল দখল করে রাস্তা বানিয়েছে।  

তেমনি ভাবে গার্মেন্টস, ব্যাটারি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে  পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া  খালটি ভরাট করার কারনে  বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের কদমতলীসহ আশপাশের কয়েকটি এলাকা পানিবন্দি হয়ে পড়ে। ড্রেজার দিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমি ভরাট করতে গিয়ে সরকারি খাল দখল করে নিয়েছে। দেখার যেন কেউ নেই।

বন্দর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন সৈকত জানান,  এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে  একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি। 

এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

প্রভাবশালী মহল ও ভূমিদস্যুদের কর্তৃক দখলকৃত খালটি উদ্ধার করে পয়নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা  করেছে ভূক্তভোগী এলাকাবাসী।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সাহায্য করে দুর্গোৎসব: আনিসুল ইসলাম মাহমুদ
  • দেবী দুর্গার বিদায়ের সুরে রাজশাহীতে প্রতিমা বিসর্জন
  • ঢাকঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, বৈরী আবহাওয়ায়ও মানুষের ঢল
  • অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক: হাওলাদার
  • দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
  • উৎসবের আনন্দে ভরা পূজার মেলা
  • বৈরী আবহাওয়ার মধ্যেই পর্যটকের ঢল, বিকেলে প্রতিমা বিসর্জন উৎসব
  • বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
  • ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয়: উপদেষ্টা 
  • বন্দরের লৌহিয়া খালটি দখল উৎসবে চলছে