আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল বুধবারের মতো আজও ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে শেয়ারবাজারে। আজ মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দেখে নেওয়া যাক, কোন কোম্পানিগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

১. ড্রাগন সোয়েটার

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে ১০ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম হয়েছে ৯ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৪২০২৩ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২.

লিগ্যাসি ফুটওয়্যার

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, আজ মূল্যবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে লিগ্যাসি ফুটওয়্যার। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ৫৮ দশমিক ৬ টাকা। গতকাল দিন শেষে দাম ছিল ৫৩ দশমিক ৩ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ১ শতাংশ ও ২০২৩ সালে শূন্য দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৩. দেশ গার্মেন্টস

আজ মূল্যবৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে আছে দেশ গার্মেন্টস। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯৮ দশমিক ৬ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১০৮ দশমিক ৪ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৪. ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল

চতুর্থ স্থানে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। গতকাল দিন শেষে এর দাম ছিল ৪ দশমিক ৩ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ৪ দশমিক ৭ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৫. এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল

পঞ্চম স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩ দশমিক ৭ টাকা। আজ দিন শেষে এর দাম হয়েছে ৪ টাকা। এই কোম্পানি ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ক ম প ন র শ য় র র দ ম গতক ল দ ন শ ষ আজ দ ন শ ষ ২০২৩ স ল দ ম হয় ছ ৯ দশম ক ল নদ ন

এছাড়াও পড়ুন:

আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি

‘বাহুবলি’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি। এ পরিচালক বহুবার বলেছেন—“আমার সিনেমাগুলো পৌরাণিক কাহিনি সমৃদ্ধ।” কিন্তু রাজামৌলি ধর্ম চর্চাকারী কোনো হিন্দু নন। বরং নিজেকে একজন ‘নাস্তিক’ হিসেবে দাবি করেন। তার পরবর্তী সিনেমা ‘বারাণসী’। শনিবার (১৫ নভেম্বর) হায়দরাবাদে এ সিনেমা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। জমকালো এই অনুষ্ঠানে তার ‘নাস্তিকতা’ নিয়ে কথা বলেন এই পরিচালক। 

‘বারাণসী’ সিনেমার টিজার মুক্তির আগেই টিজারের একটি অংশ অন্তর্জালে ফাঁস হয়ে যায়। এ বিষয়ে রাজামৌলি বলেন, “অনুষ্ঠান শুরুর আগে টেকনিক্যাল বিষয় চেক দেওয়া সময় ভেন্যুতে টিজারটি চালানো হয়েছিল, তখন একটি ড্রোন ফুটেজটি ধারণ করে। এর ফলে এই ঘটনার জন্ম হয়েছে।”  

আরো পড়ুন:

রাশমিকাকে বিজয়ের চুম্বন, ভিডিও ভাইরাল

অজিতের বাড়িতে বোমা হামলার হুমকি

এরপর রাজামৌলি বলেন, “আমার জন্য এটা খুব আবেগময় মুহূর্ত। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার বাবা এসে বললেন, ‘হনুমানজি পিছন থেকে সব দেখবেন।’ সত্যি যদি তিনি দেখতেন, তাহলে এটা তিনি কীভাবে দেখলেন? এটা ভাবতেই আমার রাগ হচ্ছে।”  

রাজামৌলির স্ত্রী রমা রাজামৌলিও হনুমানের ভক্ত। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার স্ত্রীও হনুমানের খুব ভক্ত। সে হনুমানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে এবং কথা বলে। স্ত্রীর ওপরও রাগ করেছিলাম।” 

রাজামৌলি ঈশ্বরে বিশ্বাস না করার কথা বলায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ তার নির্মিত ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছে। ২০২২ সাল মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ সিনেমার সব জায়গাতে হিন্দু পুরাণ থেকে নেওয়া চমকপ্রদ ভিজ্যুয়াল দেখা যায়।  

‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের চরিত্রের সঙ্গে মহাদেবের সাদৃশ্য রয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমার চূড়ান্ত অ্যাকশন দৃশ্যে রামচরণের মাঝে রাম-সুলভ ছায়া দেখা যায়। একটি অনুষ্ঠানে রাজামৌলি দাবি করেছিলেন, বারাণসীর গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এবং শুটিং সেটে মহেশ বাবুকে রামের সাজে দেখে তার গায়ে কাঁটা দিয়েছিল। 

২০২২ সালে বিয়ন্ড ফেস্টে রাজামৌলি বলেছিলেন, “অনেকে মনে করেন হিন্দুইজম একটি ধর্ম, বর্তমান প্রেক্ষাপটে তা সত্যি। কিন্তু ধর্ম হিসেবে হিন্দুইজমের আগে ছিল ধর্ম বিশ্বাস; এটি একটি জীবনধারা, একটি দার্শনিক ধারণা। যদি ধর্ম হিসেবে দেখেন, তাহলে আমিও হিন্দু নই। কিন্তু যদি ধর্ম বিশ্বাস হিসেবে দেখেন, তাহলে আমি গভীরভাবে হিন্দু। আমি ‘ট্রিপল আর’ সিনেমায় যে বিষয়গুলো দেখিয়েছি, তা বহু শতাব্দী ও যুগ ধরে চলে আসা একটি জীবনদর্শন।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • নীরবতা ভেঙে হঠাৎ রাজনীতিকে ‘না’ বলে দিলেন শমসের মুবিন চৌধুরী
  • কারানির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিল ছাত্রদল
  • দুই আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ
  • আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি
  • পাড়ার মঞ্চ থেকে বড় পর্দায় 
  • বিকল্প শক্তির উত্থানে নভেম্বরের শেষে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো
  • থাইল্যান্ডে চালের দাম ১৫ বছরে সর্বনিম্ন, বিশ্ববাজারে এ বছর কমেছে ১৪%
  • বাবরের সেঞ্চুরি ৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর, অনুরোধ করে রেখে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান
  • সাগর থেকে মাছ আহরণ বাংলাদেশের কমছে, ভারত-মিয়ানমারে বাড়ছে
  • ঝিনাইদহ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী