অনলাইন: শেয়ারের মূল্যবৃদ্ধিতে শীর্ষ পাঁচ কোম্পানি
Published: 26th, June 2025 GMT
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল বুধবারের মতো আজও ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে শেয়ারবাজারে। আজ মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দেখে নেওয়া যাক, কোন কোম্পানিগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
১. ড্রাগন সোয়েটার
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এ কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে ১০ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম হয়েছে ৯ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২.
লিগ্যাসি ফুটওয়্যার
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, আজ মূল্যবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে লিগ্যাসি ফুটওয়্যার। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ৫৮ দশমিক ৬ টাকা। গতকাল দিন শেষে দাম ছিল ৫৩ দশমিক ৩ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ১ শতাংশ ও ২০২৩ সালে শূন্য দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
৩. দেশ গার্মেন্টস
আজ মূল্যবৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে আছে দেশ গার্মেন্টস। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯৮ দশমিক ৬ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১০৮ দশমিক ৪ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
৪. ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল
চতুর্থ স্থানে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। গতকাল দিন শেষে এর দাম ছিল ৪ দশমিক ৩ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ৪ দশমিক ৭ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
৫. এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল
পঞ্চম স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩ দশমিক ৭ টাকা। আজ দিন শেষে এর দাম হয়েছে ৪ টাকা। এই কোম্পানি ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ক ম প ন র শ য় র র দ ম গতক ল দ ন শ ষ আজ দ ন শ ষ ২০২৩ স ল দ ম হয় ছ ৯ দশম ক ল নদ ন
এছাড়াও পড়ুন:
যবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস সোমবার (১১ আগস্ট) থেকে শুরু হবে।
রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল সোমবার (১১ আগস্ট) শুরু হবে। একইসঙ্গে সোমবার (১১ আগস্ট) বিভাগীয় ওরিয়েন্টেশন স্ব-স্ব বিভাগে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
জাকসু তফসিল ঘোষণা, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৩ আগস্ট সব বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
যবিপ্রবির মেধা তালিকায় মোট ৯৪০টি আসনের মধ্যে ৯২১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনো ১৯টি সিট ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
ঢাকা/ইমদাদুল/মেহেদী