কিছুদিন আগে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে কয়েকটি পরিবর্তন অনুমোদন করেছে আইসিসি। এর মধ্যে রয়েছে ওয়ানডেতে ইনিংসের ৩৫তম ওভার থেকে একটি বলের ব্যবহার ও বাউন্ডারি নিয়ম।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্রে এরই মধ্যে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাদা বলের সংস্করণ সংশ্লিষ্ট নিয়মগুলো ২ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন এই প্লেয়িং কন্ডিশন ক্রিকেট–বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো দেখেছে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ—টেস্টে স্টপ ক্লক

সাদা বলের সংস্করণে এক বছর আগেই এ নিয়ম কার্যকর করা হয়েছে। এবার টেস্ট ক্রিকেটেও নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কারণ, এ সংস্করণে স্লো ওভার রেট দীর্ঘদিনের সমস্যা। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে অবশ্যই একটি ওভার শেষ হওয়ার পর এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে প্রস্তুত থাকতে হবে। এটা করতে ব্যর্থ হলে আম্পায়ারদের কাছ থেকে দুটি সতর্কবার্তা পাবে ফিল্ডিং দল। আম্পায়াররা এরপর ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করবেন। প্রতি ৮০ ওভার পর নতুন করে সতর্কবার্তা দেওয়ার হিসাব শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৫-২৭) আগেই এ নিয়ম কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনকেন এত ক্যাচ মিস করেন জয়সোয়াল১ ঘণ্টা আগেলালা মাখানো বল পাল্টানোর বাধ্যবাধকতা নেই

বলে লালা মাখানোর ওপর নিষেধাজ্ঞা থাকছে, তবে আইসিসি জানিয়েছে, আম্পায়াররা বলে লালার উপস্থিতি টের পেলে সেই বল পাল্টানোর বাধ্যবাধকতা আর নেই। কোনো দল যেন ইচ্ছা করে লালা মাখিয়ে বল পাল্টাতে না পারে, সে জন্য নিয়মটি পাল্টানো হয়েছে। বলের অবস্থা খুব বেশি খারাপ হলে, তখন তা পাল্টাতে পারবেন আম্পায়াররা—বল যদি বেশি ভিজে যায় কিংবা বেশি উজ্জ্বল হয়। এ সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি আম্পায়ারদের। তবে বলে লালার অস্তিত্ব টের পাওয়ার পর আম্পায়াররা যদি মনে করেন বল পাল্টানোর প্রয়োজন নেই এবং তারপর বল যদি বেশি সুইং করে কিংবা খেলতে অস্বাভাবিক লাগে, তবু তা পাল্টানো যাবে না। ব্যাটিং দলের স্কোরে ৫ রান যোগ হবে।

রিভিউয়ের নিয়ম পাল্টানো হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল প ল ট ক র যকর

এছাড়াও পড়ুন:

‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’

শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেন তিনি। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও শিক্ষকদের মূল্যায়ন তলানিতে পৌঁছেছে। শিক্ষকেরা এখন সবচেয়ে অবমূল্যায়ন ও অবহেলার শিকার। এর মধ্যে শিক্ষকদের সম্মাননা জানানোর এ উদ্যোগ আশাব্যঞ্জক। এ উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করবে।

বরিশালে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত বিশিষ্টজনেরা এসব কথা বলেন। শনিবার বেলা ১১টায় নগরের মেজর এম এ জলিল সড়কের (নবগ্রাম রোড) এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

প্রথম আলো বন্ধুসভার বরিশালের সভাপতি নাঈম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে ‘আখতার স্যার’ ও ‘মজুমদার স্যার’ শিরোনামে দুটি ভিডিও চিত্র দেখানো হয়। শিক্ষকদের প্রতি সম্মান জানানোর ভিডিও দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
  • পিপলস লিজিংয়ের অর্ধবার্ষিকে লোকসান বেড়েছে ১৫.৩৩ শতাংশ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, স্বাস্থ্য সহকারীসহ ৫ পদে নেবে ২১০
  • আজ টিভিতে যা দেখবেন (১১ জুলাই ২০২৫)
  • একাদশ শ্রেণিতে ভর্তি: ইকিউ কোটায় সুযোগ যাদের
  • সড়ক ব্যবস্থাপনা সংস্কারে তিন স্তরের রূপরেখা দিল রোড সেফটি ফাউন্ডেশন
  • হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ: মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি
  • ‎এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১০ আগস্ট ২০২৫)
  • ‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’