সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Published: 27th, June 2025 GMT
গনতন্ত্র ধ্বংস ও গনহত্যার দায়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।r
বিক্ষোভ মিছিলটি চিটাগাং রোড সৌদি বাংলা শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকা প্রদক্ষিন করে মহাসড়কের ডাচ্ বাংলা এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভা শেষে কর্মসূচিটি শেষ করা হয়।
এসময় মহানগর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা তার বক্তব্যে বলেন, ৫ই আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশের জনগনের যে আশা-প্রত্যাশা ছিল স্বৈরাচারী শেখ হসিনার বিচার বাংলার মটিতে হবে এবং গনহত্যার দায়ে তাকে ফাঁসিতে দন্ডায়মান করা হবে।
কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশের জনগন আমরা লক্ষ্য করছি যে বর্তমান এ অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনার দোসরদের কোন মামলায় গ্রেফতার করছে না যার কারণে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা করছে।
আমরা এই গুপ্ত হামলার প্রতিবাদে এবং তাদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। আজ এই কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি, দ্রুত খুনী হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহফুজ হাসান তন্ময়, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো:ইস্রাফিল হোসেন, সাবেক সদস্য কাউসার আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, সাবেক সহ-দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, তোলারাম বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জয়, সাবেক নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম রিফাত, নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন দিপু, আনন্দ ইসলাম রাফী, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াছিন, রুবেল, মতিউর, আল আমিন, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা সায়মন, রাকিব, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাকিব আহমেদ অভি, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, শাহপরান, শামীম, রুমান, ফাহাদ, ১০নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিবুর রহমান ও হিমেলসহ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল র স ব ক স স দ ধ রগঞ জ স ব ক সহ স ইসল ম আহম দ
এছাড়াও পড়ুন:
শহরের যানজট সমস্যা নিরসনে ডিসি’র সাথে চেম্বার নেতৃবৃন্দের সভা
নারায়ণগঞ্জ শহরের সাধারণ জনগণ, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ রক্ষায় জেলা প্রশাসকের সাথে চেম্বার নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভ অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মহোদয়, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বিকেএমইএ এর সাথে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন।
এসময় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি জনাব মাসুদুজ্জামানসহ নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহ্মেদুর রহমান তনু, বিকেএমইএ এর সহ-সভাপতি-মোরশেদ সারোয়ার সোহেল (অর্থ), পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মহোদয় সাথে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় এই সমস্যা সমাধানে অতিরিক্ত লোকবলের সহায়তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।