হিউম্যান রাইটস অলিম্পিয়াড ২০২৫: তিন বিভাগীয় শহরে একযোগে লিখিত পরীক্ষা সম্পন্ন
Published: 27th, June 2025 GMT
প্রথমবারের মতো ‘হিউম্যান রাইটস অলিম্পিয়াড-২০২৫’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকা, সিলেট ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এই অলিম্পিয়াড আয়োজন করে। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষাটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি মানবাধিকার বিষয়ক জ্ঞানের বিকাশ এবং চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হল পরিদর্শনে উপস্থিত ছিলেন গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামসহ বিশিষ্টজন। পরীক্ষা শেষে মানবাধিকার কর্মী।
নূর খান লিটন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এইচআরএসএস এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে আপনাদের মতো যারা তরুণ আছেন তারা। মানবাধিকার সম্পর্কে আরও সচেতন হবেন ও ভবিষ্যতে অধিকার বঞ্চিত মানুষের জন্য আরও কিছু করার প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি দেশেই মানবাধিকার পরিস্থিতি কোনো না কোনোভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে কিছু দেশের ক্ষেত্রে এই পরিস্থিতি প্রায়ই উদ্বেগজনক ও সংকটাপন্ন থাকে। বাংলাদেশ সেসব দেশের অন্যতম এ দেশের মানুষ হিসেবে তাই আমাদের কিছু বিশেষ দায়িত্ব রয়েছে। এ দেশের সাধারণ অসহায় মানুষের ট্যাক্সের টাকায় সরকার জনসেবামূলক অবকাঠামো তৈরি করে। এখানে উপস্থিত সকলেই এ সকল রাষ্ট্রীয় অবকাঠামোর সুবিধাভোগী হিসেবে দেশের ট্যাক্স প্রদানকারী জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালতে সবসময় সচেষ্ট থাকতে হবে। বিশেষত যেখানেই মানুষ নিপীড়িত হবে সেখানেই আমাদের দায়িত্ব তাদের জন্য কিছু করার।
মানবাধিকার কর্মী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল বলেন, আমাদের অলিম্পিয়াড আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মানবাধিকার সম্পর্কে গভীর উপলব্ধি সৃষ্টি করা, অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং মানবাধিকারকে জীবনের অংশ হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ করা। এই অলিম্পিয়াডের আয়োজনের মধ্য দিয়ে আপনাদেরকে মানবাধিকার চর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, যা ভবিষ্যতে আপনাদেরকে মানবাধিকার রক্ষায় সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম নব ধ ক র অল ম প য় ড অন ষ ঠ ত পর ক ষ
এছাড়াও পড়ুন:
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই মৌখিক পরীক্ষা ১২ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসন ও মধ্যপ্রাচ্য অনুবিভাগের (ভবন নম্বর–১০, দ্বিতীয় তলা, রুম নম্বর-২১) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়:—১২/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৩/১০/২০২৫ (সোমবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৪/১০/২০২৫ (মঙ্গলবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৫/১০/২০২৫ (বুধবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৬/১০/২০২৫ (বৃহস্পতিবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৯/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট কপি), অনলাইন আবেদনপত্র (রঙিন), সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কোটা–সংক্রান্ত প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। বর্ণিত কাগজপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ৩ ঘণ্টা আগে