বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদকে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ‘পুনর্বাসনকারী’ অভিযোগ করে ছাত্রদলের সভাপতির মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ২৬ জুন গণতান্ত্রিক ছাত্রসংসদকে জড়িয়ে অসত্য ‘বক্তব্য’ দেন।  গণতান্ত্রিক ছাত্রসংসদকে তিনি ছাত্রলীগের ‘পুনর্বাসনকারী’ বলেছেন, যা ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অসত্য, কল্পিত ও বালখিল্য’ মন্তব্য।

সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক ছাত্রসংসদ এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া ছাত্রসংগঠন, যা নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে প্রথম থেকেই অটল। তাই এ ধরনের বক্তব্যকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্বাস করে ছাত্রদলসহ ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠন, যারা এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে ফ্যাসিবাদ পুনর্বাসন প্রশ্নে কোনো প্রকার বিভাজন কাম্য নয়, বরং এ ধরনের কল্পিত বক্তব্য ভবিষ্যৎ রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোকে প্রতিহিংসা ও মিথ্যার রাজনীতি থেকে সরে গিয়ে গঠনমূলক রাজনীতিতে নিজেদের শ্রম ও বাক্য ব্যয় করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানান, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
  • খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার