কোহলি, রোনালদো, মেসি—প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টে কে কত টাকা পান
Published: 28th, June 2025 GMT
পছন্দের তারকা পেশাদার জগতের বাইরে কোথায় কী করেন, কেমন জীবনযাপন করেন—এ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহল নতুন কিছু নয়। বর্তমান সময়ে তারকাদের ব্যক্তিজীবন সম্পর্কে ধারণা পাওয়ার বড় এক মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়া। যে কারণে বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের ইনস্টাগ্রামে লাখো–কোটি ফলোয়ার (অনুসারী)।
ইনস্টাগ্রামে বিপুলসংখ্যক অনুসারীই আবার তারকাদের জন্য আয়ের খাত তৈরি করে দিয়েছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারকাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাতে চায়, তারকারাও নিজেদের যাপিত জীবনের নানা ছবির ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন পোস্ট করেন। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের মাধ্যমে কোহলি, রোনালদোর আয়ের অঙ্কও বেশ বড়ই।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব’ ইনস্টাগ্রামে তারকাদের আয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৪ সালে প্রতিটি পোস্টের জন্য ৩২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার করে আয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৯ কোটি ৫৩ লাখ টাকার বেশি। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার ইনস্টাগ্রাম অনুসারী প্রায় ৬৫ কোটি ৮৮ লাখ। ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এর চেয়ে বেশি অনুসারী আর কারও নেই।
রোনালদোর চেয়ে কারও অনুসারী যেমন বেশি নেই, প্রতি পোস্টে রোনালদোর চেয়ে বেশি আয়ও আর কারও নেই।
আরও পড়ুনশাস্ত্রী না সিধু—ধারাভাষ্য থেকে কার আয় বেশি২৩ জুন ২০২৫অপর দিকে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ইনস্টাগ্রাম অনুসারী ২৭ কোটি ৪১ লাখ, যা ক্রিকেটার ও এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের হিসাব অনুসারে, ২০২৪ সালে ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ১৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছেন কোহলি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা।
ইনস্টাগ্রাম থেকে প্রতি পোস্টে আয়ে কোহলি অবশ্য দ্বিতীয় নন। রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় তাঁরই মতো আরেক ফুটবলার—লিওনেল মেসির। ইনস্টাগ্রামে মেসির অনুসারী ৫০ কোটি ৫৭ লাখ। ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন তারকার প্রতি পোস্টে আয় ২৫ লাখ ৯৭ হাজার ডলার বা ৩১ কোটি ৭৫ লাখ টাকা করে।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাবের তথ্য বলছে, ইনস্টাগ্রাম থেকে আয়ে ক্রীড়াবিদদের মধ্যে রোনালদো, মেসি আর কোহলির প্রথম তিনে। আর সব মাধ্যমের তারকা মিলিয়ে রোনালদো এক, মেসি দুই ও কোহলি ১৪ নম্বরে। রোনালদো, মেসির পর শীর্ষ পাঁচে থাকা বাকিরা হচ্ছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ (প্রতি পোস্টে ২৫.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইনফ ল য় ন স র ম র ক ট ইনস ট গ র ম ত রক দ র অন স র
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫