দুই মেরুতে শান্ত-আমিনুল, ভবিষ্যৎ কী?
Published: 28th, June 2025 GMT
শ্রীলঙ্কা সফরের টেস্ট দলের প্রথম ১০ জনের সেদিন ফ্লাইট ছিল। টিকিট করা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। কিন্তু, গণমাধ্যমে কথা বলবেন বলে, পরের দিনের ফ্লাইট বেছে নেন।
দুই টেস্টের জন্য দল যাবে শ্রীলঙ্কায়। যাওয়ার আগে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির অধিনায়ক। এর কিছুদিন আগেই বিসিবি তার টেস্ট অধিনায়কত্ব এক বছরের জন্য রিনিউ করে। তাতে বেশ খুশি ছিলেন শান্ত।
সংবাদ সম্মেলনে তাই বলেছিলেন, ‘‘প্রত্যেকটা খেলোয়াড় যদি লম্বা সময় পায় তাহলে ভালো। এর আগেও একবার আমি লম্বা সময় পেয়েছিলাম। আবার এক বছরের জন্য দেয়া হয়েছে। যে-ই অধিনায়ক থাকবে তাকে যদি লম্বা সময় তাহলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়। বোর্ডের সঙ্গে যেভাবে কথা হয়েছে তাতে খুশি।’’
আরো পড়ুন:
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
২৫ বছরে ৪৭তম ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের
কথা প্রসঙ্গেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্বের ইস্যুও চলে আসে। টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিজ থেকেই ছেড়ে দিয়েছিলেন গত বছর। কেন? উত্তরটা তার মুখ থেকেই শুনুন, ‘‘টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়াটা…আমি নিজ থেকে বোর্ডকে জানিয়েছি আমি করতে চাচ্ছি না। আমার নিজের ব্যাটিংটায় সময় দিতে চাচ্ছিলাম। আমাদের এতো খেলা হচ্ছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি…ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগ কম ছিল। নিজের ব্যাটিংয়ে ফোকাস করার জন্যই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি।’’
সর্বশেষে আসে ওয়ানডে। যেখানে শান্তর অবস্থাও খুব একটা ভালো ছিল না। পায়ের নিচের মাটিও শক্ত ছিল না। তিনি বলতে বাধ্য হন, ‘‘এখনো জানায়নি, জানাবে ইনশাআল্লাহ।’’
শান্তর সংবাদ সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন ছড়াতে থাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মেহেদী হাসান মিরাজকে এরই মধ্যে বেছে নিয়েছে বিসিবি।
শান্ত স্টেডিয়াম পাড়া ত্যাগ করার আগেই নিশ্চিত হয়ে যান ওয়ানডে অধিনায়কত্ব তার কাছে নেই। তিনিও সিদ্ধান্ত নেন, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পরপরই ছাড়বেন টেস্ট অধিনায়কত্ব। এক বছর টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন তা এক সিরিজেই শেষ। যেই ঘোষণা শনিবার কলম্বোতে দিয়েছেন শান্ত।
কেন এমন সিদ্ধান্ত নিলেন? দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে সব। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে। এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন জন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’’
শান্ত যেখানে তিন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নন, সেখানে বিসিবির ভাবনা তিন অধিনায়কই দলকে সঠিকভাবে পরিচালনা করবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘‘শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। এটা ছিল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত। এখন আমরা প্রতিটি ফরম্যাটে ভিন্ন অধিনায়ক চাই। লিটন টি-টোয়েন্টিতে, শান্ত টেস্টে, মিরাজ ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন—এই পরিকল্পনার অংশ হিসেবেই পরিবর্তন। বোর্ডের একজন প্রতিনিধি শান্তকে জানিয়ে দেন এবং তিনি ভালোভাবেই নিয়েছেন।’’
জানা যায়, শান্তর সঙ্গে কোনো আলোচনা না করেই বোর্ড ৫০ ওভারের ফরম্যাট থেকে শান্তকে সরিয়ে দিয়েছে। যা মোটেও ভালোভাবে নেননি তিনি। শুধু তা-ই নয়, পরবর্তীতে যেভাবে পুরো প্রক্রিয়া বোর্ডের তরফ থেকে ব্যাখ্যা করা হয়েছে সেখানেও ছিল চূড়ান্ত গলদ।
অভ্যন্তরীণ সূত্র বলছে, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে ‘অপমানজনকভাবে’ সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায়ই। সেই সঙ্গে নতুন এক প্রশ্নও উঠছে, বোর্ডের স্বচ্ছতা ও ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ প্রক্রিয়া নিয়ে।
১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে চারটি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। আপাতত পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন সেসব আলোচনা থেমে যাবে। বছরের শেষ দিকে নভেম্বরের আগে কোনো টেস্ট নেই বাংলাদেশের। আয়ারল্যান্ড সিরিজের আগে বিসিবি বেছে নেবে পরবর্তী টেস্ট অধিনায়ক।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ন তর র জন য ক বছর
এছাড়াও পড়ুন:
তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় জমি বিরোধের জেরে দুইপক্ষের দ্বন্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন মোল্লা ফারুক হাসান নামে এক সাংবাদিক।
তবে থানা পুলিশ অভিযোগের তদন্ত না করেই মামলাটি এজাহারভূক্ত করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন:
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে নিয়ে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের অভিযোগ
‘সিভিক ডিফেন্ডারস অব বাংলাদেশ’ ওয়েব পোর্টাল উদ্বোধন
ভুক্তভোগী মোল্লা ফারুক হাসান গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজ পত্রিকা এবং সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় প্রতিনিধি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী মোল্লা ফারুক হাসান অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন আগে কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের সামনে স্থানীয় হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝি গংদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানা পুলিশ। এরপর সেখানে আমি সংবাদ সংগ্রহের জন্য যাই। পরবর্তীতে পুরো ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।”
তিনি বলেন, “ওই ঘটনাকে কেন্দ্র করে হারুন-অর রশিদ বেপারী তার প্রতিপক্ষ মো. হিরা মাঝিসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। সংবাদ প্রকাশের জেরে ওই অভিযোগের মধ্যে আমার নাম জড়িয়ে দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারনে থানা পুলিশ ওই অভিযোগের কোনো তদন্ত না করেই আমাকে আসামি করে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেন।”
তিনি আরো বলেন, “যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে ঘটনার সময় থানা পুলিশ ওই ফিলিং স্টেশনে উপস্থিত থাকা সত্ত্বেও মনগড়াভাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক।” মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি (সাংবাদিক) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে মামলার বাদি হারুন-অর রশিদ বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
সাংবাদিককে আসামি করার বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “একটা মামলা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি বলেন, “পেট্রোল পাম্প নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ সংবাদকর্মীদের দিয়ে পক্ষে-বিপক্ষে এবং গৌরনদী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশিত করিয়েছে। একটি পক্ষ ওই ঘটনা নিয়ে প্রথমে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলাটির এজাহার দায়ের করা হয়।”
তিনি বলেন, “তদন্ত করার আগেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসার কারণে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে এক সাংবাদিক রয়েছে বলে জানা গেছে। সাংবাদিক মোল্লা ফারুক যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকে, তাহলে তার কিছুই হবে না।”
তিনি আরো বলেন, “ওই সাংবাদিক (মোল্লা ফারুক) আমার কাছে এসেছিল। তাকে আমি বলেছি, আপনি যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে আপনাকে পুলিশ খোঁজবেও না, আপনি নিশ্চিত থাকেন।”
অপরদিকে, তদন্ত ছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা। তারা অনতিবিলম্বে ওই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।
এছাড়াও পৃথক বিবৃতিতে একই দাবি করেছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব, কালকিনি সাংবাদিক ফোরাম, আগৈলঝাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা।
ঢাকা/পলাশ/মেহেদী