নড়াইলে সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন
Published: 28th, June 2025 GMT
প্রায় আড়াই বছরেও শেষ হয়নি নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল বাজার থেকে নড়াগাতী পর্যন্ত সাত কিলোমিটার সড়কের সংস্কারকাজ। সড়কটি খোঁড়াখুঁড়ির পর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার। এখন খানাখন্দে ভরা সড়ক নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
দুর্ভোগ থেকে বাঁচতে সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। আজ শনিবার দুপুর ১২টার দিকে খাশিয়াল বাজারে এ কর্মসূচি পালন করা হয়। খাশিয়াল ও পার্শ্ববর্তী জয়নগর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এলাকার কয়েক শ মানুষ অংশ নেন।
মানববন্ধনে খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চবিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, খাশিয়াল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জাফর মোল্যা, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কাবির বিশ্বাস, বড়দিয়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর রায়, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, সরদার আব্দুল করিম, ওবায়দুর খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজার থেকে কালিয়া উপজেলার খাশিয়াল হয়ে নড়াগাতী থানায় যাতায়াতের প্রধান সড়ক ভাঙাচোরা হওয়ায় সাত কিলোমিটার (খাশিয়াল-নড়াগাতী) অংশ সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রায় আড়াই বছর আগে কাজ শুরু হলেও বছরখানেক আগে ঠিকাদার কাজ ফেলে চলে যায়। সড়কটির দুই পাশে খাশিয়াল ও জয়নগর ইউনিয়নের সাতটি গ্রামের মানুষ বসবাস করেন। সংস্কারের জন্য খুঁড়ে ফেলা রাস্তা বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে দুর্ভোগের নামান্তর হয়ে উঠেছে। হাঁটাচলা তো দূরের কথা, যান চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সবাই পড়ছেন ভোগান্তিতে।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, আড়াই বছর হয়ে গেল সড়কের কাজ শেষ হলো না। খোঁড়া সড়কে খানাখন্দ ভরে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কয়েক দিন আগে দুর্ঘটনায় একজন মারা গেছেন। প্রতিনিয়তই ইজিবাইক-ভ্যান উল্টে যাচ্ছে। আগের সরকার না হয় পালিয়ে গেল, বর্তমান সরকারের কী দৃষ্টিগোচর হয় না? অবিলম্বে রাস্তার কাজ শেষ করতে হবে। অন্যথায় তাঁরা জেলা সওজের কার্যালয় ঘেরাও করবেন।
জানতে চাইলে জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
কুড়িগ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম সম্প্রতি কাজের সন্ধানে ঢাকা যান। এ সময় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে আসেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
কিন্তু, ঢাকায় আসার পরে আরেকটি বিয়ে করেন রফিকুল। এরপরই বাড়িতে রেখে আসা স্ত্রীর ওপর পরিবারের লোকজন দিয়ে অমানবিক নির্যাতন চালান তিনি।
একপর্যায়ে গৃহবধূর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব