নাভানা সিটির পশুর হাট ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে : মামুন মাহমুদ
Published: 28th, June 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠ কোরবানীর পশুর হাট কমিটির ঈদ পুনর্মিলনী ও সম্মানিত ক্রেতবৃন্দের পুরস্কার আর ওয়ান ফাইভ র্যাফেল ড্র অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটর বালুর মাঠে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড.
প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নাভানা হাট কর্তৃপক্ষের এই উদ্যোগ নিঃসন্দেহে নারায়ণগঞ্জের পশুর হাট ব্যবস্থাপনায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কোরবানির হাট যে আরও আকর্ষণীয় ও আধুনিক হতে পারে—এই আয়োজন সেটি প্রমাণ করেছে।র্যাফেল ড্রতে ৯ জনকে দিনার সেট এবং নাসিক ৯নং ওয়ার্ডের আবুল হোসেন নামে এক ক্রেতা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বিজয়ী হয়েছেন। আবুল হোসেন ৮৫ হাজার টাকার বিনিময়ে একটি গরু ক্রয় করছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গর র হ ট স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।