রাজধানীর উত্তরায় ‘মব সৃষ্টি করে’ হোটেল দখলের চেষ্টা, আটক ৯
Published: 29th, June 2025 GMT
রাজধানীর উত্তরা এলাকায় ‘মব সৃষ্টি করে’ হোটেল মিলিনা নামের একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা করার অভিযোগে ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আজ রোববার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শফিক মোল্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে শনিবার দুপুরে হোটেল মিলিনার মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক সূত্র ধরে ‘মব সৃষ্টির’ চেষ্টা করা হয়। ১০টি মোটরসাইকেলে করে কমপক্ষে ২৪ জন জোরপূর্বক হোটেলটি দখল করতে যান।
তখন দূর থেকে এই ঘটনার বেশ কিছু ছবি তোলেন র্যাব-১–এর একজন গোয়েন্দা সদস্য। এর ফলে ‘মব সৃষ্টিকারীরা’ র্যাব সদস্যদের ঘেরাও করেন। ছবি তুলতে বাধা দেন। এ ঘটনার পর র্যাব-১ এবং উত্তরা পূর্ব থানা–পুলিশের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘মব’ নিয়ন্ত্রণ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়া ও ‘মব সৃষ্টির’ অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন (২৭), সাইফুল ইসলাম (২৭), জালাল খান (৩০) এবং মো.
র্যাব জানায়, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মব স ষ ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।