কখনো সুমি, কখনো শহীদা,কখনো চুমকি কখনো বা খাইরুন নাম ব্যবহার করে বিভিন্ন জনকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে সর্বশান্ত করে চলেছে ছলনাময়ী এক নারী। সম্প্রতি এমন বিরল এক অভিযোগ মিলেছে নারায়ণগঞ্জ বন্দরের রুস্তমপুর এলাকায়।

শহীদা মূলতঃ নারায়ণগঞ্জের দুর্ধর্ষ ব্ল্যাকমেইল চক্র রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু বাহিনীর সদস্য। বিগত ৪বছর আগে র‌্যাব-পুলিশের বিশেষ অভিযানে এই চক্রের প্রায় দুই ডজন সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনলেও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছেন রুস্তমপুরের এই ভয়ংকর নারী শহীদা।

শহীদা একাধিক বিয়ের কণে। সে মূলতঃ বিভিন্ন জনের অর্থ-সম্পদের তথ্য জেনে এসব ব্ল্যাকমেইলিং কর্মকান্ড করে থাকে। নিরীহ পুরুষকে সে কৌশলে বশে এনে প্রথমে তার টাকা-পয়সা হাতিয়ে নেয় পরে সম্পত্তি দখল করে। এরপর কেউ তার বিপক্ষে গেলে তার বিরুদ্ধে বিয়ের ভূয়া কাবিন তৈরি করে আদালতে মামলা ঠুকে দেয়।

এইভাবে সে অগণিত লোকজনকে সর্বশান্ত করেছে। শহিদার কবলে পড়ে সর্বশান্ত হওয়া ওই এলাকার ব্যবসায়ী আব্দুর রশীদ ওরফে গ্লোব রশীদ নামে এক ব্যক্তির খরিদা সম্পত্তি দখলের জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে ভূয়া কাবিন বানিয়ে আদালতে ভূয়া মামলা দায়ের করে তাকে জেল খাটায়।

পরবর্তীতে মামলাটি আদালতে শেষ পর্যায়ে গেলে শহীদার প্রকৃত চরিত্র ফুটে ওঠে। ওই মামলায় সে নিজের নাম সুমি আক্তার এবং পিতার সম্রাট মিয়া ও মায়ের নাম দেয়া স্বপ্না বেগম দেয়। সেই সাথে ঠিকানাও ব্যবহার করা হয় পশ্চিম দেওভোগ। ভুক্তভোগী রশীদ মিয়া জানান,শহীদা একজন চরিত্রহীণ। নিজেকে ৩২ বছর সাজিয়ে আমার মতো ৭০ বছরের একজন মানুষকে ধর্ষণ মামলা দেয়।

এ পর্যন্ত তার কমপক্ষে প্রায় অর্ধডজন বিয়ে হয়েছে। তার বর্তমান স্বামী শাহাদাৎ হোসেনকে একই কায়দায় ফাঁদে ফেলে বিয়ে করে। বেশ কয়েক বছর ধরে সে আমাকে নানাভাবে হয়রানি করে আসছে। কিছুদিন আগে এই শহীদা তার বাহিনী দিয়ে আমার বসত ৫টি ঘর ও ঘরের আসবাবপত্র ভেঙ্গে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধণ করে।

আব্দুর রশীদ আরো জানান,শহীদা এই পর্যন্ত ৭টি বিয়ে করে সর্বশান্ত করেছে। বর্তমানে সে ৭ নম্বার স্বামী শাহাদাৎ এবং ৩নম্বর স্বামী আব্বাস মিয়ার পুত্র আলীকে নিয়ে সংসার পেতেছেন। এছাড়াও বন্দর কলাবাগ এলাকার মৃত আঃ সামাদ সরকারের ছেলে মামুন সরকারকে বিয়ে করে ব্ল্যাকমেইল করে।

পরে মোটা অংকের বানিজ্য করে তার সঙ্গে ছাড়াছাড়ি করে। এভাবেই শহীদা একের পর এক মানুষকে সর্বশান্ত করে পথে বসানোর জাল বিছিয়ে চলেছে।

তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। অন্যথায় তার বাহিনী কর্তৃক ভবিষ্যতে অগণিত নিরীহ মানুষ সর্বশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন