কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহৃত শিশু মোহাম্মদ রাসেলকে (৭) জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহনপুর গ্রামের প্রয়াত দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে পাখি (২৫) ও জামালপুর সদর উপজেলার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে মো.

সোহেল (৩৬)।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল উপজেলার আশিরপাড় এলাকার আন নূর মাদ্রাসার শিক্ষার্থী। ২১ জুন বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাঁকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় রাসেলের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, মাদ্রাসার সিসিটিভির ফুটেজে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। ২১ জুন বেলা ১১টায় এক অপহরণকারী খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর পুলিশের কয়েকটি দল ঘটনাটির তদন্তে নামে।

ওসি বিপুল চন্দ্র দে জানান, থানা-পুলিশের অভিযানে গত শনিবার রাতে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্ত ইমরান হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ