আদালতের কাছে ওষুধ চেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আকতার তুহিন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে শুনানি চলাকালে তিনি এ দাবি জানান।
আদালত চলাকালে তুহিনের শুনানির সময় তার আইনজীবী ওষুধ দেখিয়ে আদালতকে বলেন, ‘উনার ওষুধ প্রয়োজন, এগুলো দিতে হবে।’
এ সময় বিচারক বলেন, ‘এখান থেকে ওষুধ দেওয়ার নিয়ম নেই। যথাযথ নিয়মে ওষুধ নিবেন। বাইরে থেকে দেওয়া যাবে না।’
এ সময় তুহিন বিচারককে বলেন, ‘আমার ওষুধ শেষ হয়েছে, ওষুধ প্রয়োজন।’
এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুহিনকে যুব মহিলা লীগ নেত্রী উল্লেখ করলে আদালতে তিনি বলেন, আমি আওয়ামী লীগ। যুব মহিলা লীগ না।
এদিন আদালতে জুলাই আন্দোলনে হত্যা মামলায় শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তুহিনের মামলার অভিযোগ থেকে জানা যায়, শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়। সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন দুষ্কৃতিকারীরা শেরেবাংলা নগর থানা এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশে প্রধান উপদেষ্টা ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব ক এমপ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ) এক সভায় এ প্যানেলের নাম প্রকাশ করা হয়।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের ঘোষিত প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।
এর আগে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন এড. শাহাদাত আলী ইমন।