জলবায়ু অভিযোজন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে যৌথভাবে কাজ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ। এ লক্ষ্যে শিক্ষা, সামাজিক খাত ও পরিবেশ সচেতনতা জোরদার করে স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা তৈরিতে যৌথ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আলোচনা হয়।

বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পানি উন্নয়ন বোর্ডসহ অবকাঠামো ও পানি সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষণ ব্যবস্থায় তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশনের বিকল্প হিসেবে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপদ ও ব্যবহারিক সমাধান গ্রহণের দিকে যেতে হবে।

বৈঠকে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শিশু ও কিশোর-কিশোরীদের জীবন, পুষ্টি ও শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফ তরুণদের জলবায়ু সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বিভিন্ন জেলায় তরুণদের নিয়ে পরামর্শ সভার পরিসর বাড়ানো এবং তাদের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার জন্য একটি কাঠামোগত ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার।

বৈঠকে ইউনিসেফ একটি যৌথ ডকুমেন্টারি সিরিজ নির্মাণের প্রস্তাব দেয়, যেখানে শিশুদের পরিবেশবান্ধব বার্তা স্থান পাবে। পরিবেশ উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এটি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

পরিবেশ শিক্ষা ও সচেতনতা তৈরির লক্ষ্যে দুই পক্ষ যৌথভাবে একটি কর্মপরিকল্পনা গ্রহণে একমত হয়েছে। কর্মপরিকল্পনায় থাকবে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম পরিচালনা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড.

ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব ওয়াশ পিটার জর্জ এল. ম্যাস, চিফ অব ফিল্ড সার্ভিসেস ফ্রাঙ্কো গার্সিয়া এবং প্রোগ্রাম স্পেশালিস্ট (জলবায়ু) ভ্যালেন্টিনা স্পিনেডি।

উভয় পক্ষই পরিবেশবান্ধব নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ ইউন স ফ জলব য় স য দ র জওয ন হ স ন পর ব শ উপদ ষ ট ইউন স ফ পর ব শ ক ত কর জলব য়

এছাড়াও পড়ুন:

অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়া বিএনপি নেতার বিয়ে দিল স্থানীয়রা

গাইবান্ধা সদর উপজেলায় এক বিধবা নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন আফসার আলী (৪০) নামের এক ব্যক্তি। পরে ওই নারীর সঙ্গে তার বিয়ে পড়িয়ে দেন স্থানীয়রা।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, গত রাতে ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়।

আফসার আলী উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রিফাইতপুর চরবাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

এক নারীকে বিয়ে করে দুই ভাই বললেন ‘আমরা সন্তুষ্ট’

সাবেক স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ আপত্তিকর ভিডিও পোস্ট

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আফসার আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে গিয়ে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। পরে তাদের আটকে রাখা হয়। শুক্রবার সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও থানায় খবর দেওয়া হয়।

বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে।’’ এ ঘটনায় তার বিরুদ্ধে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ