দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ, স্বামীকে অর্ষার খোলা চিঠি
Published: 1st, July 2025 GMT
অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত বছর এ জুটির প্রেম পরিণয় পায়। মঙ্গলবার (১ জুলাই) এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন অর্ষা।
স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন অর্ষা। এ ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, “প্রিয় স্বামী, আমরা একসাথে আরো অনেক সুন্দর বছর কাটাতে পারি। আমাদের ভালোবাসা পাহাড়ের মতো লম্বা এবং জ্ঞানের মতো গভীর হোক। শুভ বিবাহবার্ষিকী।”
অর্ষার এই পোস্টের কমেন্টবক্স তার সহকর্মী শিল্পীদের ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তানিয়া বৃষ্টি, আইরিন সুলতানা, অভিনেতা রাশেদ মামুন অপু, শ্যামল মাওলা প্রমুখ।
আরো পড়ুন:
‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’
‘ভাইকে মেরে ফেলল, কিছুই করতে পারলাম না’
২০২৩ সালের ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন অর্ষা। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।”
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। অর্ষা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১: সেইসব দিন’।
অন্যদিকে, মোস্তাফিজুর নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। এরপর ‘আলফা’, ‘গাড়িওয়ালা’, ও ‘সাহস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন। ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশেষভাবে আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
এঁচোড় গোশতের রেসিপি
উপকরণ
কাঁচা কাঁঠাল টুকরা করা ১ বাটি, গরুর মাংস ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, হলুদগুঁড়া আধা চামচ, রসুন কোয়া ৫-৬টি, মরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলা ও তেজপাতা পরিমাণমতো, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
আরও পড়ুনপাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি ১৩ আগস্ট ২০২৫প্রণালিগরম ফুটন্ত পানিতে কাঁচা কাঁঠাল একটু লবণসহ দিয়ে বলক এনে আধা সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে এতে রসুন কোয়া, তেজপাতা, গরমমসলা ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে এতে একে একে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিন। মাংস কষিয়ে নিয়ে এতে পরিমাণমতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর এতে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনপালংশাক দিয়ে কাসুন্দি মুরগির রেসিপি৩১ মিনিট আগে