নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
Published: 1st, July 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। মৃদুল হাসান ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে বলা হয়েছে।
আরো পড়ুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই, আবার চলছে পুরোদমে
নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান জানান, ব্যবস্থা নেয়ার জন্য লিখিত নির্দেশনা পেয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ জ হ ন স র জ কল জ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ ঘোষণা করেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় অবস্থিত মায়া এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
আরো পড়ুন:
শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪
অভিযান চলাকালে প্রায় ১৫০ কেজি প্লাস্টিক দানা ও ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক)/১৫(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং কারখানার পক্ষে জমির মালিককে ভবিষ্যতে আর এ ধরনের নিষিদ্ধ পণ্য উৎপাদন করবেন না মর্মে মুচলেকা দিতে বাধ্য করা হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, “কারখানাটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।”
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, “পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রফিক/মেহেদী