বাংলাদেশ-ভারত সম্পর্ক: সেই সব না-বলা কথা
Published: 1st, July 2025 GMT
হাল আমলের বাংলাদেশ-ভারতের সম্পর্কে ভাটা পড়া বা বৈরিতা নিয়ে কিছু বলতে গেলে আমাকে বহু আগের অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর দুটি ঘটনার কথা মনে হয়। এ ঘটনাগুলো তখন হওয়া স্বাভাবিক ছিল না বলে আমার মনে হয়েছিল, কিন্তু হয়েছিল আমার প্রত্যক্ষে। আমার প্রত্যক্ষ প্রথম ঘটনা ১৯৭১ ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আর দ্বিতীয়টি ১৯৭৪ সালের মাঝেমাঝি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।
১৬ ডিসেম্বরের বিজয় দিবসের পর ঢাকা হয়ে গিয়েছিল একটি আনন্দের শহর; কিন্তু সম্পূর্ণ বিশৃঙ্খল। রাস্তায় রাস্তায় মিছিল, প্রায়ই সব তরুণের কারও হাতে রাইফেল (কেউ মুক্তিযোদ্ধা, আবার কেউ ষোড়শ বাহিনী), কিন্তু সবার হাতে বাংলাদেশের পতাকা (মানচিত্রসহ)। প্রথম দু-এক দিন ভারতীয় সেনাদের দেখা যেত সামরিক যানসহ, পুলিশ ছিল সামান্য। কিন্তু রাস্তায় ছিল অনেক বিদেশি সাংবাদিক, বিশেষ করে ভারতীয়। এই ভারতীয় সাংবাদিকদের মধ্যে একজনের আমার সঙ্গে পরিচয় হয়। আমি ধানমন্ডির যে বাড়িতে থাকতাম তার পাশের বাড়িতে। তিনি অত্যন্ত আগ্রহে আমাদের কাছ থেকে ১৯৭১-এর বিভিন্ন ঘটনা নিয়ে জানতে চাইতেন। এই সাংবাদিক একবার আমাদের বললেন যে তাঁকে ভারতীয় সেনাকর্তারা ঢাকা সেনানিবাসে যাওয়ার অনুমতি দিয়েছে কয়েকজন বন্দী পাকিস্তানি সেনা অফিসারের সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য।
তিনি ফিরে এসে আমাদের বলবেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি উচ্ছ্বাসের সঙ্গে বর্ণনা করলেন ঢাকা সেনানিবাসে যাওয়া আর বন্দী পাকসেনাদের সঙ্গে দেখা করার ঘটনা। তিনি তাঁদের কী প্রশ্ন করেছিলেন বা কী উত্তর পেলেন, সে সম্পর্কে বিশেষ কিছু বললেন না। কিন্তু শেষের দিকে তিনি আমাদের বললেন, ‘জানেন, একজন উচ্চ পদের অফিসার আমাকে একটি অদ্ভুত কথা বললেন আমি উঠে আসার সময়? তিনি আমাকে বলল, তুমি ভারতীয়। বাঙালিদের তুমি চেনো না। আজ বাঙালিরা আমাদের যেভাবে তাড়িয়ে দিচ্ছে কিছুদিন পর তোমাদেরও তাড়াবে তারা। আচ্ছা এ কথা কেন বলল, বলতে পারেন?’ সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমি শুধু বললাম, ‘এটা বোধ হয় তাঁর ক্ষোভের কথা।’
দ্বিতীয় ঘটনাটি ১৯৭৪ জুলাইয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। সেখানে আমি গিয়েছিলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে সড়কপথে ঠাকুরগাঁও মহকুমার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে। পাকিস্তান আমলে এ সড়কপথ বন্ধ ছিল। এই প্রতিনিধিদল গিয়েছিল ইন্ডিয়ান অয়েল কোম্পানির সঙ্গে আলোচনা করতে—জলপাইগুড়ি থেকে জ্বালানি তেল সড়কযোগে দিনাজপুর-রংপুরে কীভাবে আনা যায়। আমাদের আলোচনা চার দিন স্থায়ী হয়। আলোচনা হতো তেল কোম্পানির সম্মেলনকক্ষে। আমরা প্রতিদিন রেস্টহাউস থেকে সম্মেলনকক্ষে যেতাম আমাদের নিজস্ব সরকারি গাড়ি নিয়ে। আমার ছিল একটি ল্যান্ড রোভার। অন্যদের কাছে ছিল টয়োটা গাড়ি। আমাদের গাড়িগুলো পার্ক করা থাকত সম্মেলনকক্ষের গাড়ি পার্কে। আমাদের সঙ্গে তেল কোম্পানির যাঁরা আলোচনা করতেন, তাঁদের ছিল সব ভারতীয় গাড়ি। যেমন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বা অ্যাম্বাসেডর।
একদিন আমার চালক আমাকে জিজ্ঞেস করল, ‘স্যার, আমাদের দেশকে কি ভারত নিয়ে নিতে পারে?’ হঠাৎ তার মনে এ কথা জানতে চাইলে সে জানাল যে পার্কিংয়ের জায়গায় সে স্থানীয় ড্রাইভারদের বলাবলি শুনছিল আগের দিন। ড্রাইভাররা একজন আরেকজনের কাছে জানতে চাচ্ছিল বিদেশি গাড়িগুলো কোথা থেকে এসেছে। দ্বিতীয়জন বাংলাদেশ বললে প্রথমজন আবার জিজ্ঞেস করে সে আবার কোথায়? তখন এক তৃতীয় ড্রাইভার বলে ওঠে, আরে বেটা এটা একটা নতুন দেশ হয়েছে, আগে অন্য দেশ ছিল। তবে চিন্তা করিস না, কিছুদিন পর ওটা আমাদের হবে সিকিমের মতো। এটা বলার পর আমার ড্রাইভার বেশ ভয়ের সুরে জিজ্ঞেস করল, ‘স্যার, এটা হতে পারে?’ আমি জোরে হেসে কথাটা উড়িয়ে দিয়ে বললাম, ওটা ওই হিন্দুস্তানি ড্রাইভারদের রসালাপ। কিন্তু আমার মনে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু বলতে গেলে এই সংলাপটি মনে পড়ে।
১৯৭৫–এর শেষের তিন–চার মাস শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্যও আশঙ্কাজনক ছিল, কারণ শেখ মুজিবের উত্তরসূরি খন্দকার মোশতাক কোনো বিদেশনীতি কেন দেশ পরিচালনার ক্ষেত্রেও কোনো দৃঢ়তা দেখাতে পারেননি। যদিও ভারত নীরবে এ সময় বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, কিন্তু সে সময় ভারতের বাংলাদেশের ওপর হস্তক্ষেপের সম্ভাবনা অনেকেই উড়িয়ে দেননি। কিন্তু ভারত কোনো হস্তক্ষেপ করেনি তখন, অন্তত দৃশ্যমানভাবে।এই দুটি বর্ণনা যদিও দুই বছরের ব্যবধানে তবু ঘটনাগুলো ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর ভারতের চিন্তার প্রতিফলন ঘটায়। স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা–পরবর্তীকালে ভারতের প্রয়াস ছিল বাংলাদেশে এমন একটি সরকার থাকবে—এক.
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলোড়ন না তুললেও এর বিরুদ্ধে জাসদ এবং বাম রাজনৈতিক দলগুলো প্রায়ই কথা বলত। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এ বিরোধিতা সফল হয়নি, কারণ ১৯৭২-৭৪ সালে আওয়ামী লীগ জাতীয় সংসদে বিপুল আধিপত্যে ছিল। কিন্তু এ সত্ত্বেও বাংলাদেশের জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলে। বিশেষ করে ভারতে ত্রাণসামগ্রী চোরাচালান, ভারতের থেকে মানহীন পণ্যদ্রব্য আমদানি এবং ব্যাপকভাবে ধান এবং পাট সীমান্ত দিয়ে পার হওয়ার অভিযোগে। এই সব মিলে এমন একটি পরিস্থিতি হতে থাকে যে স্বাধীনতার চার বছর শেষ হওয়ার আগেই বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বেশ চাঙা হয়ে ওঠে। এর ফল হিসেবে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে কতিপয় সেনাসদস্য হত্যা করে একটি অভ্যুত্থান ঘটায় এবং তার সরকারকে ভারতের তাঁবেদার হিসেবে আখ্যায়িত করে, এর প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেনি।
১৯৭৫ সালের আগস্টের রক্তাক্ত ঘটনার পর সরকার পরিবর্তনের পর আশঙ্কা করা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কে শুধু ফাটল না, ভারত হয়তো বাংলাদেশে সামরিক অভিযানের মাধ্যমে আবার একটি তাঁবেদার সরকার স্থাপনের প্রচেষ্টা করতে পারে। কিন্তু ভারতের তৎকালীন সরকারের রাজনৈতিক প্রজ্ঞা এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভারত–বাংলাদেশের পরিস্থিতি বেশ কিছুদিন পর্যবেক্ষণ করে এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক রক্ষা করে।
মোটামুটি স্বাভাবিক সম্পর্ক পরবর্তী দুই দশক চলতে থাকে দুদেশের মধ্যে। যদিও এ সময় দুজন সামরিক অধিনায়ক বাংলাদেশের সর্বময় কর্তা ছিলেন, কিছুটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ১৯৯১ সালে এরশাদ সরকার পতনের পর আবার পূর্ণ গণতন্ত্র ফিরে এলে জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল যখন এক কালের মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামী দলের সঙ্গে যুক্ত হয়ে সরকার গঠন করে, ভারত তাতে বেশ উদ্বিগ্ন হয়। কারণ, এর আগের দুটি সরকার সামরিক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হলেও তাদের সঙ্গে ভারত এক সমঝোতার মধ্যে ছিল (বাংলাদেশ–ভারত কোনো পরস্পরবিরোধী কাজ করবে না)।
ভারতের বাংলাদেশের প্রতি আকর্ষণ এবং সম্পর্কের উন্নতিতে নাটকীয় পরিবর্তন ঘটে পরবর্তী নির্বাচনে যখন জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী সমর্থিত সরকারকে সরিয়ে আওয়ামী লীগ জয়ী হয় এবং সরকার গঠন করে প্রথমবারের মতো ১৯৭৫–এর অভ্যুত্থানের পর। কিন্তু দুঃখের বিষয়, এই সরকারের অদূরদর্শিতা এবং কিছু হঠকারী কার্যক্রমের জন্য পরবর্তী নির্বাচনে এ দলকে পরাভূত করে আবার জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ভারত বাংলাদেশ সম্পর্ক তথৈবচ হয়ে পড়ে। বলা হয়ে থাকে, ২০০৬ সালের রাজনৈতিক অস্থিরতা এবং ভয়ংকর অবস্থা দুই দলের বিরাজমান পরিস্থিতি দেশে সামরিক হস্তক্ষেপের কারণ ছিল। পরবর্তী দুই বছর (২০২৬-২০০৮) দেশে যে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার স্থাপিত হয়, তার পেছনে যে কয়েকটি আন্তর্জাতিক শক্তি কাজ করেছিল, তাদের মধ্যে ভারত ছিল অন্যতম।
২০০৯ সালে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নত হতে থাকে। শেখ হাসিনা ভারতের সঙ্গে একটার পর আরেকটা চুক্তি করেন, যার ফলে ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ছিটমহল হস্তান্তর, ট্রানজিট চুক্তি, বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর–পূর্ব রাজ্যগুলোর সঙ্গে রেলসংযোগের প্রাথমিক চুক্তি। এর প্রায় সব কটি ভারতকে সুবিধা দেওয়া বলে অভিযোগ করা হয় বাংলাদেশের অনেক মহলে। আরও বলা হয়, ভারত বিশেষ করে মোদি সরকার আগ্রহী থাকে, যাতে শেখ হাসিনা ক্ষমতায় থাকেন।
কারণ, তার পরিবর্তে অন্য কোনো দল ক্ষমতায় এলে এ সুবিধাগুলো থেকে ভারত বঞ্চিত হবে। তাই বলা হয়, বাংলাদেশের পরবর্তী তিনটি নির্বাচনে (২০১৪,২০১৮, ২০২৪) ভারতের পরোক্ষ সমর্থনে শেখ হাসিনা নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকেন। এগুলো শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করলেও দেশের সাধারণ মানুষকে শুধু তার বিরুদ্ধেই নয়, ভারতের বিরুদ্ধেও যেতে বাধ্য করে। এর চরম ফল আমরা দেখতে পাই গত বছরের জুলাই অভ্যুত্থানে, যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। এর পরপর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এত অবনতি ঘটে, যা আগে বাংলাদেশের ভারতবিদ্বেষ এই পর্যায়ে ছিল না। একইভাবে ভারতেও শুধু সরকারি আচরণে নয়, সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশের বিরুদ্ধে প্রচার তুঙ্গে ওঠে।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, ৪ ডিসেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ জ ঞ স কর র জন ত ক ব শ ষ কর পর স থ ত ক ষমত য় পরবর ত ন র পর র জন য আম দ র সরক র বলল ন
এছাড়াও পড়ুন:
রোনালদো কি সত্যিই বিশ্বকাপে ১-২ ম্যাচ মিস করবেন
পর্তুগাল আজ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্মেনিয়ার বিপক্ষে। ম্যাচটা পর্তুগিজদের জন্য গুরুত্বপূর্ণ। জিতলে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে, এমনকি ড্র করলেও সমূহ সম্ভাবনা। কিন্তু হারলে নেমে যেতে হতে পারে প্লে-অফের পরীক্ষায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় আজ দর্শক হয়ে থাকতে হচ্ছে তাঁকে।
তবে রোনালদো ও পর্তুগালের জন্য বড় বিপদ সামনে। লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা সবাইকেই কাটাতে হয়। শাস্তির মূল পরিমাণ ঠিক কত ম্যাচের বা দিনের, সেটি অপরাধের মাত্রার ওপর নির্ভর করে পরে ঘোষণা করা হয়। আর এখানেই শঙ্কা রোনালদোকে নিয়ে।
আইরিশ ফুটবলার দারা ও’শেয়ারকে আঘাতের দায়ে রোনালদো যদি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান, তাহলে পর্তুগাল বিশ্বকাপে উঠলে গ্রুপ পর্বের একটি বা দুটি ম্যাচই তিনি মিস করবেন। আর গ্রুপ পর্বে ম্যাচ যেহেতু মাত্র তিনটি, দল আগেভাগে খারাপ করে বিদায় নিশ্চিত হলে রোনালদোর বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে যাবে।
প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি কি সত্যিই তৈরি হতে পারে? রোনালদোর বিশ্বকাপে ১-২ মিস করার সম্ভাবনা কতটুকু? ২০২৬ বিশ্বকাপ শুরু হবে জুনে, যা এখনো ছয় মাসেরও বেশি সময় বাকি। এর মধ্যে পর্তুগাল ম্যাচও খেলবে। আর রোনালদোকে আসলে কত ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে, সেটি জানা যাবেই–বা কবে?
রোনালদোর অপরাধ কী ছিলআয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে ও’শেয়ারকে কনুই দিয়ে মেরেছেন রোনালদো। রেফারি গ্লেন নাইবার্গ এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআরে ঘটনা পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পাল্টান, দেখান লাল কার্ড। রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের অর্থ হচ্ছে, রেফারির কাছে ঘটনাটি গুরুতরই মনে হয়েছে।
শাস্তি কীলাল কার্ডের ন্যূনতম শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঠিক করে সেটি এক ম্যাচে সীমাবদ্ধ থাকবে, নাকি বাড়বে। বাড়লে কতটা? ফিফা তাদের শৃঙ্খলাবিধির ১৪.১ ধারা অনুসারে নিষেধাজ্ঞা দেয়। এই ধারার ‘ই’ অনুচ্ছেদ অনুসারে, গুরুতর ফাউল খেলার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিয়মটি বল দখলের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক চ্যালেঞ্জের আওতায় পড়ে।
উদাহরণ হিসেবে অঁরেলিয়ে চুয়ামেনির কথা বলা যেতে পারে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে আইসল্যান্ডের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। এ ঘটনায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়—একটি লাল কার্ডের জন্য, অন্যটি গুরুতর ফাউলের জন্য।
পর্তুগালের জন্য বিপদ হচ্ছে রোনালদোর পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। ফিফা আইনের অধীনে তাঁর কনুই মারাকে সহিংস আচরণ হিসেবে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। অনুচ্ছেদ ১৪.১ ধারার ‘এইচ’ এবং ‘আই’ অনুচ্ছেদে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কথা বলা আছে।
এইচ. সহিংস আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ।
আই. আক্রমণাত্মক আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা, যার মধ্যে কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড়ানো, থুতু দেওয়া, বা কোনো খেলোয়াড় বা রেফারি নন এমন কাউকে আক্রমণ করা অন্তর্ভুক্ত।
যেহেতু রোনালদো আইরিশ ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেছেন, তাই তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়্গে পড়তে পারেন, যার ফলে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ মিস করবেন তিনি। এর আগে চলতি মৌসুমের শুরুতে আর্মেনিয়ার তিগরান বারসেঘিয়ানকে উত্তর আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে সামান্য মাথা দিয়ে আঘাত করার দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।
পর্তুগাল আজই বিশ্বকাপ নিশ্চিত করলে কী হবেআজ আর্মেনিয়ার বিপক্ষে জিতলে বা ড্র করলে বিশ্বকাপের টিকিট কাটা হয়ে যাবে পর্তুগালের। এর অর্থ হচ্ছে, পর্তুগাল তাদের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আগামী বছরের জুনে বিশ্বকাপের মূল পর্বে। সে ক্ষেত্রে রোনালদো গ্রুপ পর্বের প্রথম একটি বা দুটি ম্যাচ (মোট নিষেধাজ্ঞা দুই বা তিন ম্যাচ সাপেক্ষে) মিস করবেন। এর আগে মার্চে ফিফা উইন্ডো আছে। তবে সে সময় পর্তুগাল খেললেও তা হবে ‘প্রীতি ম্যাচ’। রোনালদোকে শাস্তি ভোগ করতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচেই।
কবে জানা যাবে রোনালদোর নিষেধাজ্ঞা কত ম্যাচেরঘটনার কত দিনের মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটি শাস্তি ঘোষণা করবে, সে বিষয়ে কোনো বিধান নেই। সাধারণত, ঘটনার পরবর্তী মাসের শুরুতে রায় পাওয়া যায়। এখানে গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। সে দিন ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের সূচি চূড়ান্ত (ড্র) হবে। এর কাছাকাছি সময়েই রোনালদো তাঁর নিষিদ্ধ ম্যাচসংখ্যার খবর পেয়ে যাবেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার কি কোনো উপায়ই থাকবে নাপ্রথম কথা, রোনালদো এখন পর্যন্ত নিষেধাজ্ঞা পাননি। যদি অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান, তবেই বিশ্বকাপের প্রথম থেকে না খেলার প্রশ্ন আসবে। তবে অপরাধের ধরনের কারণে ধরে নেওয়া যায় নিষেধাজ্ঞা তিনি পেতে যাচ্ছেন। সে ক্ষেত্রে পর্তুগালের বিশ্বকাপে জায়গা করাও একটা বিষয়। আজ পর্তুগাল যদি আর্মেনিয়াকে হারাতে না পারে এবং একই গ্রুপে হাঙ্গেরি আয়ারল্যান্ডকে হারায়, তাহলে পর্তুগাল গ্রুপে পিছিয়ে ইউরোপিয়ান প্লে-অফে নেমে যাবে।
সে ক্ষেত্রে পর্তুগালের পরবর্তী দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে প্লে-অফ সেমিফাইনাল এবং ফাইনাল। নিষেধাজ্ঞা পেলে রোনালদো এই ম্যাচগুলো মিস করবেন। দল বিশ্বকাপে গেলে সেখানে শুরু থেকেই খেলতে পারবেন ‘সিআরসেভেন’। কিন্তু যে প্লে-অফের ওপরে বিশ্বকাপে খেলা, না খেলা নির্ভর করবে, সেই ম্যাচে না খেলতে পারাও তো রোনালদো এবং পর্তুগালের জন্য ধাক্কা।