গণঅভ্যুত্থানের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নামে নামকরণ করা চত্বর থেকে রংপুরে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদযাত্রা শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদযাত্রাটির অবস্থান ছিল রংপুর নগরীর টাউন হলের সামনে। এই পদযাত্রা রংপুর পাবলিক লাইব্রেরি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত আছেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পদযাত্রাটি ইতোমধ্যে নগরীর লালবাগ, খামারের মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করেছে। 

আরো পড়ুন:

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব: নাহিদ

রাস্তায় ইট বিছানো নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫

এর আগে, আজ সকাল ১০টায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার সূচনা করে এনসিপি। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা।

কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশে রওনা হন নেতারা। সেখানে পথসভা ও সংক্ষিপ্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় শহীদ আবু সাঈদ চত্বরে এসে রংপুরের পদযাত্রায় যোগ দেন তারা।

দিনের দ্বিতীয় অংশের পদযাত্রায় এনসিপির স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। পদযাত্রায় শহীদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারসহ জুলাই ঘোষণাপত্র আদায়, নতুন সংবিধান রচনা, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দীপ্ত স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প র পদয ত র ত কর ম

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে ডাচ-বাংলার বুথে চুরি, নিরাপত্তাকর্মীকে মারধর

পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী মজিবুরকে (৫৫) মারধর করে বেঁধে রেখে বুথে চুরির ঘটনা ঘটেছে। সেসময় আরো দুই দোকানে চুরির হয়। 

শনিবার (১৬ আগস্ট) ভোরে পৌর শহরের সদর রোডে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে তিনটার দিকে চোরের দল আদালতপাড়া সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে। পরে তাকে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রেখে বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ৩টা ৫০ মিনিটের দিকে সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়। 

ভোর সাড়ে ৪টার সময় চোরের দল একই এলাকার শিকদার স্টোরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা ও রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।

ফাস্ট ট্র্যাক এটিএম বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, “চোরের দল আমাদের এটিম বুথ অফিসে প্রবেশ করে প্রথমে নিরাপত্তাকর্মীকে ব্যাপক মারধর করে। পরে বুথে টাকার মেশিন ভাংচুর করে এবং ল্যাবটপ নিয়ে যায়। নিরাপত্তাকর্মী মজিবুর গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায়, মুখে ও চোখে আঘাত করা হয়েছে।”

ফ্যাশন অপটিক্যালের মালিক জাকির হোসেন বলেন, “আমার দোকানে নগদ দুই লাখ টাকা ছিল। চোরের দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টাকাসহ সবকিছু নিয়ে গেছে।” 

সিকদার স্টোরের মালিক কামরুল ইসলাম জানান, ফজরের নামাজের সময় তালা ভেঙে দোকানে ঢুকে নগদ টাকা, রিচার্জ কার্ড, মনিটরসহ অনেক কিছু নিয়ে গেছে চোরের দল। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরদের আটকে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/ইমরান/এস

সম্পর্কিত নিবন্ধ