জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “রংপুরের পুত্রবধূ শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা না হবে, ততক্ষণ পর্যন্ত শহীদ আবু সাঈদের আত্মা শান্তি পাবে না। তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রংপুরের রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা।” 

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রংপুর জিলা স্কুল চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে তিনি এসব কথা বলেন।

মৌলিক সংস্কারের নামে যে তালবাহানা শুরু হয়েছে, তার কঠোর সমালোচনা করেন আখতার হোসেন। তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, রংপুরের জনগণ তাদের রাজপথেই প্রতিহত করবে।” জুলাই ঘোষণাপত্র আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তিনি।

আরো পড়ুন:

রংপুরে আবু সাঈদ চত্বর থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব: নাহিদ

জাতীয় পার্টিকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, “জাপা রংপুরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা দিয়ে আমাদের দমন করতে চায়।” রংপুরে জাতীয় পার্টির করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। একইসঙ্গে জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুর থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আখতার হোসেন।

পথসভায় আখতার হোসেন বলেন, “শহীদ আবু সাঈদের রক্তের ঋণ শোধ করতে হলে এই অঞ্চল থেকে বৈষম্য দূর করতে হবে। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি রংপুর বিভাগকে অতীতের সমস্ত বৈষম্যের বেড়াজালকে ভেদ করে এগিয়ে নিতে দৃঢ়ভাবে কাজ করবে।”

মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিনের শেষাংশের পদযাত্রা সন্ধ্যা সোয়া ৬টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়। পদযাত্রাটি নগরীর প্রায় ৫ কিলোমিটার প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড়ে রাত সাড়ে ৮ টায় শেষ হয়।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। এসময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আখত র হ স ন পদয ত র র জপথ

এছাড়াও পড়ুন:

জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: আখতার

জাতীয় পার্টিকে ‘দলদাস ও দালাল’ উল্লেখ করে দলটির বিরুদ্ধে রংপুরের মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর নগরের ডিসি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে আখতার হোসেন এ আহ্বান জানান। এই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র আজকের কর্মসূচি শেষ হয়।

আজ সকালে এই গণপদযাত্রা শুরু করেছে এনসিপি। রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এরপর পদযাত্রা যায় গাইবান্ধায়। পরে এনসিপির নেতারা রংপুরে ফিরে আসেন।

রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে আখতার হোসেন বলেন, ‘একটি দল আছে, যে দল বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে নগ্নভাবে ভূমিকা পালন করেছে। সেই গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি রংপুরে বিভিন্ন ধরনের নাশকতা করছে। তারা আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে জাতীয় পার্টির গুন্ডা ও দালাল কর্তৃক আমাদের ভাইদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে।’

রাত সাড়ে আটটার দিকে ডিসি মোড়ের এ সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় কয়েকজন নেতা বক্তব্য দেন। সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সমাপনী বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ‘আমরা আগামীকাল কুড়িগ্রাম যাব এবং ধারাবাহিকভাবে দেশের ৬৪ জেলা অতিক্রম করে আগস্টে ঢাকায় ঢুকব। ঢাকায় ঢুকে আমরা আমাদের যে লক্ষ্য, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, আমরা আদায় করে নেব ইনশা আল্লাহ।’

বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনে এনসিপি নেতারা কুড়িগ্রামে যাবেন। সেখানে কলেজ মোড়ের বিজয়স্তম্ভ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে এসে পথসভা করবে। এরপর ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবে পদযাত্রা।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: আখতার
  • আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু 
  • শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু
  • এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু আজ