সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর...
Published: 2nd, July 2025 GMT
সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলকে দেখা যায় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আড্ডায়। সেখানে তিনি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন ঘটনার স্মৃতিচারণা করেন। এ সিনেমার শুটিংয়ে কাজল দুর্ঘটনায় পড়েন। তিনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ কারণে তিনি কিছু সময়ের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। সে সময় পরিচালক করণ জোহর ও কাজলের সহ-অভিনেতা শাহরুখ খান ভয় পেয়ে যান। তবে ভয় পেলেও মজা করতে ছাড়েননি করণ। আর কাজল সে কথাই তুলে ধরেছেন ফারাহ খানের শোতে।
ফারাহ কাজলকে বলেন, “‘কুছ কুছ হোতা হ্যায়” সিনেমার সময় তুমি সাইকেল থেকে পড়ে যাও। যখন তোমার জ্ঞান ফেরে, তখন আমরা খেয়াল করি, তুমি কিছু মনে করতে পারছ না। কাউকে চিনতেও পারনি। আমার মনে হয়, তুমি আসলে করণকে ভুলে যাওয়ার জন্য এটা করেছিলে।’
ফারাহর কথায় কাজল হেসে ওঠেন। তিনি বলেন, ‘আসলে করণই চেয়েছিল আমি স্মৃতি হারাই। যেন সে আমাকে বোঝাতে পারে, আমি একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার!’
তারপর এ সিনেমার সহ-অভিনেতা শাখরুখের প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, আর তখন শাখরুখ আমাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল। আর আমি বারবার বলছিলাম, আমি ওষুধ খেতে চাই না। তারপর তিন ঘণ্টা পর হঠাৎ সব মনে পড়ে গেল। মাথায় ব্যথাও ছিল না। আমি একদম ঠিক হয়ে গেলাম। আমি তখনো বুঝতে পারনি, আমার এতক্ষণ কোনো স্মৃতি ছিল না। আমি যখন শাহরুখকে বললাম, আমি একদম ঠিক আছি, শাহরুখ তখন বলল, “ইডিয়ট, তুমি ট্যাবলেট খেয়েছিলে বলেই সুস্থ হয়ে উঠেছ।”’
এ ঘটনা প্রসঙ্গে কাজল ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জানান, ‘এ ঘটনার সময় আমি করণ-শাহরুখ কাউকেই চিনতে পারছিলাম না। আমি কাঁদতে কাঁদতে তাদের দিকে তাকিয়ে বলছিলাম, তোমরা কে? আমি কোথায়? আমাকে বাড়ি নিয়ে চলো!
‘এ ঘটনায় তাঁরা দুজন একেবারে ঘাবড়ে যায়। কারণ, সে সময় বাড়ি ফেরা ছিল প্রায় অসম্ভব। আমরা তখন মরিশাসে শুটিং করছিলাম।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।
আরো পড়ুন:
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়
তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।
দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।
কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।
এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ঢাকা/আমিনুল