সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর...
Published: 2nd, July 2025 GMT
সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলকে দেখা যায় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আড্ডায়। সেখানে তিনি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন ঘটনার স্মৃতিচারণা করেন। এ সিনেমার শুটিংয়ে কাজল দুর্ঘটনায় পড়েন। তিনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ কারণে তিনি কিছু সময়ের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। সে সময় পরিচালক করণ জোহর ও কাজলের সহ-অভিনেতা শাহরুখ খান ভয় পেয়ে যান। তবে ভয় পেলেও মজা করতে ছাড়েননি করণ। আর কাজল সে কথাই তুলে ধরেছেন ফারাহ খানের শোতে।
ফারাহ কাজলকে বলেন, “‘কুছ কুছ হোতা হ্যায়” সিনেমার সময় তুমি সাইকেল থেকে পড়ে যাও। যখন তোমার জ্ঞান ফেরে, তখন আমরা খেয়াল করি, তুমি কিছু মনে করতে পারছ না। কাউকে চিনতেও পারনি। আমার মনে হয়, তুমি আসলে করণকে ভুলে যাওয়ার জন্য এটা করেছিলে।’
ফারাহর কথায় কাজল হেসে ওঠেন। তিনি বলেন, ‘আসলে করণই চেয়েছিল আমি স্মৃতি হারাই। যেন সে আমাকে বোঝাতে পারে, আমি একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার!’
তারপর এ সিনেমার সহ-অভিনেতা শাখরুখের প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, আর তখন শাখরুখ আমাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল। আর আমি বারবার বলছিলাম, আমি ওষুধ খেতে চাই না। তারপর তিন ঘণ্টা পর হঠাৎ সব মনে পড়ে গেল। মাথায় ব্যথাও ছিল না। আমি একদম ঠিক হয়ে গেলাম। আমি তখনো বুঝতে পারনি, আমার এতক্ষণ কোনো স্মৃতি ছিল না। আমি যখন শাহরুখকে বললাম, আমি একদম ঠিক আছি, শাহরুখ তখন বলল, “ইডিয়ট, তুমি ট্যাবলেট খেয়েছিলে বলেই সুস্থ হয়ে উঠেছ।”’
এ ঘটনা প্রসঙ্গে কাজল ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জানান, ‘এ ঘটনার সময় আমি করণ-শাহরুখ কাউকেই চিনতে পারছিলাম না। আমি কাঁদতে কাঁদতে তাদের দিকে তাকিয়ে বলছিলাম, তোমরা কে? আমি কোথায়? আমাকে বাড়ি নিয়ে চলো!
‘এ ঘটনায় তাঁরা দুজন একেবারে ঘাবড়ে যায়। কারণ, সে সময় বাড়ি ফেরা ছিল প্রায় অসম্ভব। আমরা তখন মরিশাসে শুটিং করছিলাম।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রত্যাশিত সূচনা হলো না সাকিব আল হাসানের। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইংল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েও তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বলে ছিলেন নিষ্প্রভ।
ওয়ার্নার পার্কে উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অ্যান্টিগা। টস হেরে আগে ব্যাট করে দলটি গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোরে একাই করেন দলের অর্ধেকের বেশি রান, ৩৪ বলে ৬১। বাকিদের মধ্যে কেউ ১২ রানের বেশি করতে পারেননি।
ছয়ে নেমে সাকিব খেলেন ১৬ বল, করেন মাত্র ১১ রান, কোনো বাউন্ডারি ছাড়াই। টাইমিংয়ে ভুগে শেষ পর্যন্ত ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দেন লং-অফে। বল হাতে পান মাত্র এক ওভার, দেন ৬ রান, পাননি কোনো উইকেট।
আরো পড়ুন:
সাকিব আলো ছড়ালেও হতাশার দিন কাটলো মায়ামি ব্লেজের
সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক
অ্যান্টিগার বিপর্যয়ে শুরুটা হয় নবাগত জুয়েল অ্যান্ড্রুর প্রথম ওভারে উইকেট হারিয়ে। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথও দলের হাল ধরতে ব্যর্থ হন।
বোলিংয়ে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ছিলেন অনবদ্য। ৪ উইকেট নেন মাত্র ২২ রানে। ফাজল হক ফারুকি ও নাসিম শাহ নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় সেন্ট কিটসকে খুব একটা কষ্ট করতে হয়নি। এভিন লুইস ঝড় তোলেন ১৩ বলে ২৫ রান করে। যদিও রাইলি রুশো শূন্য এবং কাইল মেয়ার্স ১৫ রানে ফিরেন। এরপর আলিক আথানেজের অপরাজিত ৩৭ ও জেসন হোল্ডারের ১৮ রানে সহজ জয় নিশ্চিত হয়।
অ্যান্টিগার হয়ে কর্নওয়াল নেন ২ উইকেট। ওবেড ম্যাককয় ও আল্লাহ মোহাম্মদ গজনফার পান একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে সাকিবের প্রভাব ছিল নগণ্য। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।
বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৫টায় সাকিবদের পরবর্তী ম্যাচ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।
ঢাকা/আমিনুল