লিডস টেস্টের পর আজ বুধবার থেকে বার্মিংহ্যামে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস হেরে এই টেস্টে ব্যাট করতে নেমেছে ভারত। শুভমান গিল জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন।

তবে প্রথম টেস্টের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সফরকারীরা। নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর একাদশে এসেছেন। আর জাসপ্রিত বুমরাহর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আকাশদীপ। অন্যদিকে ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারত ৬৫ রান সংগ্রহ করেছে। যশস্বী জয়সওয়াল ৩৭ ও করুণ নায়ার ২৫ রানে ব্যাট করছেন। দলীয় ১৫ রানের মাথায় ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন লোকেশ রাহুল। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

আরো পড়ুন:

চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

সেঞ্চুরিতে ১৫ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন ডাকেট, বৃষ্টির চোখ রাঙানি

প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরিতে ৪৭১ ও ৩৬৪ রান করেও করেও হার মেনেছিল ভারত। এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা দেখার বিষয়।

ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাঙ ও শোয়েব বশির।

ভারত একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মানিকগঞ্জে স্কুলবাসে দেওয়া আগুনে দগ্ধ সেই চালকের মৃত্যু

মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সুমন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়াতে স্কুলবাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত পারভেজ গুরুতর দগ্ধ হন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাড়াইভিকরা গ্রামে।

আরো পড়ুন:

ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন

লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু

আরো পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন 

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‍“গত বৃহস্পতিবার স্কুলবাসটিতে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন বাসটির ভেতর  ঘুমিয়ে থাকা চালক পারভেজ। পুলিশ উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ