সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ
Published: 2nd, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আনন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা এখনো রয়ে গেছে। মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও দখলদারিত্ব রয়ে গেছে। এখনো লড়াই শেষ হয়নি। লড়াই চলমান রেখে নুতুন দেশ গঠনের জন্য সবাইকে কাজ করতে হবে।”
বুধবার (২ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’র দ্বিতীয় দিন কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়াস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম কুড়িগ্রাম জেলার সমস্যা তুলে ধরে তা সামাধানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদকে নির্বাচিত করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
আরো পড়ুন:
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে ঘরে ফিরব: নাহিদ
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ
নাহিদ ইসলাম বলেন, “লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য জাতীয় নাগরিক পার্টি নামে একটি নুতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই দল গঠিত হয়েছে, যাতে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে না হয়, এ দেশের মানুষ যাতে কারো বোঝা হয়ে না থেকে স্বাধীনভাবে সব অধিকার বুঝে নিতে পারেন সেজন্য।”
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.