ঝিনাইদহে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
Published: 5th, July 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে ঝনঝনিয়া গ্রামের এরশাদ আলীর বাড়িতে তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (৫০), ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও রমজান আলী (৩৫) এবং উজ্জ্বল হোসেনের স্ত্রী লাকি খাতুনকে (২৫) কোপানো হয়। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত উজ্জ্বল হোসেন বলেছেন, “দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইনাল হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। তারই জের ধরে শনিবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে। তারা আমাকেসহ চারজনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি আরো বলেন, “আমি সৌদি আরব প্রবাসী। তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছি। তারা হামলা চালিয়ে আমাদের ঘর থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এখন আমি সৌদি আরবে ফিরতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, একই পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মাথায় আঘাত পেয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, আহত অবস্থায় তারা অভিযোগ দিতে এসেছিলেন। তাদেরকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে থানায় অভিযোগ দিয়েছেন এরশাদ আলী। এ ব্যাপারে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সোহাগ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি নকল পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার আজাদ মণ্ডলের বাসা ও ব্যবসায়ীক সমবায় সমিতির অফিসে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আজাদ মণ্ডল (৫২), আসাদ মিয়া (৬২) ও তার ছেলে মেহেদি হাসান (২২) এবং একই গ্রামের মোশাররফ হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার আজাদ মণ্ডলের বাসা ও ব্যবসায়ীক সমবায় সমিতির অফিসে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল উদ্ধার করা হয়। একইসাথে এসব অস্ত্র ও মাদক রাখার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
ঢাকা/মাসুম/এস