ঝিনাইদহে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
Published: 5th, July 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে ঝনঝনিয়া গ্রামের এরশাদ আলীর বাড়িতে তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (৫০), ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও রমজান আলী (৩৫) এবং উজ্জ্বল হোসেনের স্ত্রী লাকি খাতুনকে (২৫) কোপানো হয়। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত উজ্জ্বল হোসেন বলেছেন, “দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইনাল হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। তারই জের ধরে শনিবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে। তারা আমাকেসহ চারজনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি আরো বলেন, “আমি সৌদি আরব প্রবাসী। তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছি। তারা হামলা চালিয়ে আমাদের ঘর থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এখন আমি সৌদি আরবে ফিরতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, একই পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মাথায় আঘাত পেয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, আহত অবস্থায় তারা অভিযোগ দিতে এসেছিলেন। তাদেরকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে থানায় অভিযোগ দিয়েছেন এরশাদ আলী। এ ব্যাপারে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সোহাগ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরিশাল বোর্ডের ১২ কলেজে কেউ পাস করেননি
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৪৯টি কলেজের মধ্যে ১২টির কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। অপরদিকে, মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
৩৪৯টি কলেজ থেকে ৩৭ হাজার ৬৬ জন এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে যে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি, সেগুলো হলো— বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভোলার বোরহানউদ্দিনের দেলুয়া তালুকদার বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমোহনের বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদরের ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও মেদুয়া কলেজ, ঝালকাঠির নলছিটির রাঙ্গাপাশা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ ও আব্দুস সালাম কলেজ, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ ও দুমকি উপজেলার দুমকি নাছিমা কেয়ামত আলী মহিলা কলেজ।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১৯৭টি কলেজের ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করেছেন। ৫০ শতাংশের নিচে পাস করেছেন ১৩৮টি কলেজে। ২০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছেন ৬ কলেজে, ১৫ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছেন ৬ কলেজে এবং ১০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছেন দুটি কলেজ।
এ বছর বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছেন। এ বিভাগে পাসের হার ৭১ দশমিক ৫৮ শতাংশ এবং সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ৪৮২ জন মেয়ে এবং ৩২৪ জন ছেলে। মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। এই বিভাগে ৭৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৬৬৬ জন মেয়ে এবং ১১১ জন ছেলে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২ দশমিক ০৪ শতাংশ। এ বিভাগে মোট ৯১ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন, এবার পেয়েছেন মাত্র ১ হাজার ৬৭৪ জন।
ঢাকা/পলাশ/রফিক