ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  

শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে ঝনঝনিয়া গ্রামের এরশাদ আলীর বাড়িতে তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (৫০), ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও রমজান আলী (৩৫) এবং উজ্জ্বল হোসেনের স্ত্রী লাকি খাতুনকে (২৫) কোপানো হয়। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত উজ্জ্বল হোসেন বলেছেন, “দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইনাল হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। তারই জের ধরে শনিবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে। তারা আমাকেসহ চারজনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

তিনি আরো বলেন, “আমি সৌদি আরব প্রবাসী। তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছি। তারা হামলা চালিয়ে আমাদের ঘর থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এখন আমি সৌদি আরবে ফিরতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।”  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, একই পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মাথায় আঘাত পেয়েছেন।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, আহত অবস্থায় তারা অভিযোগ দিতে এসেছিলেন। তাদেরকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে থানায় অভিযোগ দিয়েছেন এরশাদ আলী। এ ব্যাপারে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/সোহাগ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আঞ্জুমান মুফিদুলকে অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ব্যাংকটি এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সংস্থাটিকে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি মোহাম্মদ আজিম বকস ও মোহাম্মদ আসলামের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক সৈয়দ লোকমান আহমেদ, ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, প্রধান অর্থ কর্মকর্তা দিদারুল ইসলাম, সিআরএম বিভাগের প্রধান মো. বজলুর রহমান খান, জেনারেল সার্ভিসেসের প্রধান নকুল চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ