সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র ফেডারেশনের সচেতনতামূলক কর্মসূচি ও স্মারকলিপি প্রদান
Published: 16th, October 2025 GMT
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোনারগাঁওয়ে সচেতনতামূলক কার্যক্রম ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁও আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ সোনারগাঁও ইউনিয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।
পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল সোনারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁও মেরিট ইন্টারন্যাশনাল স্কুল ও জিআর স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সংগ্রহ কার্যক্রমও সম্পন্ন হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠক ফয়সাল হোসেন, নাজমুল হাসান শান্ত, আরিয়ান আহমেদ জুনায়েদ, সফিউল্লাহসহ সোনারগাঁও শাখার নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র নেতা সাইদুর রহমান, গণসংহতি আন্দোলন সোনারগাঁও শাখার সম্পাদক মোবাশ্বির হোসাইন ও যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম হিমেল।
এ সময় ছাত্র নেতা সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি আমাদের অব্যবস্থাপনা ও অবহেলার প্রতিফলন। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে—পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ছাত্র সমাজ এই সচেতনতা তৈরিতে মাঠে আছে এবং থাকবে। স্বাস্থ্যই মানুষের মৌলিক অধিকার, এ অধিকার নিশ্চিত করাই আমাদের আন্দোলনের অংশ।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
দেশের মানুষ পিআর বোঝে না, চায়ও না: মেজর (অব.) হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, আর সেটি চায়ও না। এ দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে চায়।
আজ বৃহস্পতিবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার খাসের হাট এলাকায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়ে গেছে। দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশ থেকে কষ্টার্জিত যে টাকা পাঠাতেন, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। কিন্তু সেই অর্থ শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ছেলে জয় মিলে বিদেশে পাচার করেছেন। আওয়ামী লীগই দেশে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি শুরু করেছিল।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য স্থানীয় নেতাদের সতর্ক করে বলেন, কেউ চরের ভূমিহীন মানুষের জমি দখল বা লুটপাট করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।
সভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ওমর আসাদ ও শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আর রহমান।