নাটোরের লালপুর উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাদিম আলী (৩০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে লালপুর থানার ওসি মমিনুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নাদিম আলী উপজেলার ডহরশৈলা গ্রামের হাসেম আলীর ছেলে।

আরো পড়ুন:

গণপিটুনিতে তিনজনকে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

ভুক্তভোগী নারীর দাবি, প্রায় পাঁচ বছর ধরে নাদিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন নাদিম। সম্প্রতি তিনি বিয়ের জন্য নাদিমকে চাপ দেন। গত ৩০ জুন তাকে আটকে কাঁচি দিয়ে তার মাথার চুল এলোমেলো করে কেটে দেন নাদিম। এ ঘটনায় গত শুক্রবার (৪ জুলাই) ভুক্তভোগী থানায় অভিযোগ দেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নাদিম আলী। তিনি জানান, ভিত্তিহীন অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারী।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

সমাবেশ সফল করতে বন্দরে ইসলামী আন্দোলনের গণসংযোগ

আগামী ১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে সমাবেশের অনুষ্ঠিত হবে। সমবেশ সফল করতে রবিবার বিকাল ৫টায় বন্দরে গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ সহ নগর ও থানার নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সংস্কার, বিচার ও পিআর-এর দাবিতে আগামী ১৮ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হবে। তাছাড়াও জুলাই-আগস্ট মাসে আন্দোলনকারী আহত ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফল করতে সকলকে আহবান জানান।

তিনি আরও বলেন, বন্দর থানা সভাপতি মামুন ভাইয়ের উপর নির্মম হামলার নিন্দা জ্ঞাপন করে বলেন, অতি দ্রুত আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে।
 

সম্পর্কিত নিবন্ধ