আগামী নির্বাচনে সাংস্কৃতিক কর্মীদের কাংখিত ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার
Published: 27th, June 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সন্ত্রাস-চাদাবাজ মুক্ত সমাজ গঠন ও সকল জুলুমের অবসান ঘটিয়ে কল্যাণমূলক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সাংস্কৃতিক কর্মীদের কাংখিত ভূমিকা পালন করতে হবে।
কারণ কল্যাণমূলক সমাজ গঠনে সাংস্কৃতিক কর্মীদের গান ও শ্লোগান মানুষের হৃদয়ে নাড়া দিতে পারে। তিনি ২৭ জুন শুক্রবার সকালে চাষাঢ়া নারায়ণগঞ্জ মহানগরীর সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগরী কর্মপরিষদ সদস্য ও শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে আন-নুর মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির।
এসময় আরো উপস্থিত ছিলেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী মনিরুল আলম মনির, নিবেদন শিল্পী গোষ্ঠীর পরিচালক মোঃ আব্দুন নুর, ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী হুজ্জাতুল ইসলাম ও বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সদস্যগণ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ স ক ত ক কর ম দ র সদস য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।