চট্টগ্রামের রাউজানে অটোরিকশায় করে বোরকা পরা একদল অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে বাজারের মধ্যে মুহাম্মদ সেলিম নামের (৪০) এক যুবককে গুলি করে হত্যা করেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টের হাটবাজারে। নিহত সেলিম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমশের পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মুখে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে মুহাম্মদ সেলিম তাঁর বাড়ির তিন কিলোমিটার দূরে ইশানভট্টের হাটে একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে ছয়জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে কিছু বুঝে ওঠার আগেই সেলিমকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অটোরিকশা ও মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তিনি বলেন, মুহাম্মদ রায়হান নামের একজন সন্ত্রাসীর নেতৃত্বে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। তিন শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হত য ক ণ ড

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন ও পিএসসি সংস্কারের দাবি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রার্থী। আজ শুক্রবার বিকেল চারটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা পর তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা সড়ক ‘ব্লকেড’ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনকারীরা ‘জুলাই আবার এসেছে, ছাত্রসমাজ আবার জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা দাবি তুলে ধরে বলেন, ৪৪তম বিসিএসের চড়ূান্ত ফলাফলে একই পদের ক্যাডারকে আবার সেই ক্যাডারেই রাখা হয়েছে। এই ফলাফল তাঁরা মানেন না। অবিলম্বে পিএসসির সংস্কার চান তাঁরা।

মো. লুৎফুর রহমান নামের এক আন্দোলনকারী ৪৪তম বিসিএসের ফলাফলকে ‘নিশিরাতের ফলাফল’ আখ্যায়িত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার ফলাফলে ১৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। অথচ ৮০০ ক্যাডার রিপিট করা হয়েছে, যা আমাদের জায়গা বঞ্চিত করার শামিল। আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩০টা পদ বাড়ানো হলেও উপদেষ্টার অফিস থেকে তা কোনো এক অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে।’

আন্দোলনকারী অন্য এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমাদের এই বিসিএসের ফাঁদে প্রায় সাড়ে চার বছর সময় নষ্ট করা হয়েছে। দুইবার ভাইভা নেওয়া হয়েছে। তবু সবশেষে দেখলাম, এখানেও এখনো কোনো না কোনো দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই ফলাফলের পুনর্মূল্যায়ন চাই। রিপিট ক্যাডার বাতিল চাই।’

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন একদল চাকরিপ্রার্থী। এ সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন ও পিএসসি সংস্কারের দাবি